গীত 119:156 - কিতাবুল মোকাদ্দস156 হে মাবুদ, তোমার করুণা বহুবিধ; তোমার সমস্ত শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ156 হে সদাপ্রভু, তোমার করুণা মহান, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমাকে বাঁচিয়ে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)156 হে প্রভু পরমেশ্বর, অপার তোমার করুণা, বাঁচাও আমার প্রাণ, তুমি যে করুণাময়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)156 হে সদাপ্রভু, তোমার করুণা বহুবিধ; তোমার শাসনকলাপানুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল156 প্রভু, আপনি অত্যন্ত সদয়। যেগুলো আপনি যথাযথ বলেন সেই কাজই করুন এবং আমায় বেঁচে থাকতে দিন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী156 হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান; আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক। অধ্যায় দেখুন |