Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:144 - কিতাবুল মোকাদ্দস

144 তোমার নির্দেশগুলো অনন্তকাল ধরে ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, তাতে আমি বাঁচব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

144 তোমার বিধিবিধান চিরকালীন সত্য; আমাকে বোধশক্তি দাও যেন বাঁচতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

144 তোমার বিধান চিরদিনই ন্যায়সঙ্গত, আমাকে তা বোঝার শক্তি দাও, তাহলে জীবন পাব আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

144 তোমার সাক্ষ্যকলাপ অনন্তকাল ধর্ম্মময়; আমাকে বুদ্ধি দেও, তাহাতে আমি বাঁচিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

144 আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য। আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

144 তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:144
23 ক্রস রেফারেন্স  

কারণ যে আল্লাহ্‌ বলেছিলেন, ‘অন্ধকারের মধ্য থেকে আলো প্রকাশিত হোক, তিনিই আমাদের অন্তরে আলো প্রকাশ করলেন, যেন ঈসা মসীহের মুখমণ্ডলে আল্লাহ্‌র গৌরবের জ্ঞানের আলো প্রকাশ পায়।


অনেকে নিজেদের খাঁটি ও নিখুঁত করবে এবং পরীক্ষাসিদ্ধ হবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করবে, আর দুষ্টদের মধ্যে কেউ বুঝবে না; কেবল বুদ্ধিমানেরাই বুঝবে।


বস্তুত আমার লোকেরা অজ্ঞান, তারা আমাকে জানে না; তারা নির্বোধ বালক, তারা কদাচারে পটু, কিন্তু সদাচার করতে জানে না।


হে মাবুদ, আমার কাতরোক্তি তোমার কাছে উপস্থিত হোক, তোমার কালাম অনুসারে আমাকে বুদ্ধি দাও।


সেখানকার ডালপালা শুকিয়ে গেলে ভাঙ্গা যাবে, স্ত্রীলোকেরা এসে তাতে আগুন দেবে। কারণ সেই জাতি নির্বোধ, সেজন্য তার নির্মাতা তার প্রতি করুণা করবেন না, তার গঠনকর্তা তার প্রতি কৃপা করবেন না।


ধার্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে।


তোমার হাত আমার গঠন ও স্থিতি করেছে; আমাকে বিবেচনা দাও, যেন তোমার সমস্ত হুকুম শিখতে পারি।


যখন কেউ সেই বেহেশতী-রাজ্যের কালাম শুনেও না বুঝে, তখন সেই শয়তান এসে তার অন্তরে যা বপন করা হয়েছিল তা হরণ করে নেয়; এই সেই বীজের মত যা পথের পাশে বপন করা হয়েছে।


কেননা আমি তোমাদেরকে সত্যি বলছি, যে পর্যন্ত আসমান ও দুনিয়া শেষ না হবে, সেই পর্যন্ত শরীয়তের একটি মাত্রা বা একটি বিন্দুও মুছে যাবে না, সমস্তই সফল হবে।


আমি তোমার নির্দেশগুলোর দ্বারা আগে থেকে জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করেছ।


তুমি ধর্মশীলতায় এবং অতীব বিশ্বস্ততায় তোমার নির্দেশগুলো হুকুম করেছ।


উত্তম বিচার ও জ্ঞান আমাকে শিখাও, কেননা আমি তোমার আদেশগুলোতে বিশ্বাস করে আসছি।


মাবুদের ভয় পবিত্র, চিরস্থায়ী, মাবুদের সমস্ত অনুশাসন সত্য, সর্বাংশে ন্যায্য।


আর এ-ই অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় আল্লাহ্‌কে এবং তুমি যাঁকে পাঠিয়েছ, তাঁকে, ঈসা মসীহ্‌কে, জানতে পায়।


জ্ঞানের অভাবের দরুন আমার লোকেরা বিনষ্ট হচ্ছে; তুমি তো জ্ঞান অগ্রাহ্য করেছ, এজন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করলাম, তুমি আর আমার ইমাম থাকবে না; তুমি তোমার আল্লাহ্‌র শরীয়ত ভুলে গেছ, আমিও তোমার সন্তানদেরকে ভুলে যাব।


আমাকে বিবেচনা দাও, আমি তোমার শরীয়ত মানব, সর্বান্তঃকরণে তা পালন করবো।


তোমার গোলামের মঙ্গল কর, যেন আমি বাঁচি, তা হলে আমি তোমার কালাম পালন করবো।


হে মাবুদ, তুমিই নিকটবর্তী, আর তোমার সমস্ত হুকুম সত্য।


পিতা আমাকে শিক্ষা দিতেন, বলতেন, তোমার অন্তর আমার কথা ধরে রাখুক; আমার সমস্ত হুকুম পালন কর, জীবন পাবে;


আমার সমস্ত হুকুম পালন কর, জীবন পাবে, নয়ন-তারার মত আমার শিক্ষা রক্ষা কর;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন