গীত 119:136 - কিতাবুল মোকাদ্দস136 আমার চোখ থেকে পানির ধারা বইছে, কারণ লোকে তোমার শরীয়ত পালন করে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ136 আমার চোখ থেকে অশ্রুপ্রবাহ হচ্ছে, কারণ লোকেরা তোমার আইনব্যবস্থা পালন করছে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)136 মানুষ আজ পালন করে না তোমার বিধান তাই দুচোখে আমার বইছে অশ্রুধারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)136 আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে, কারণ লোকে তোমার ব্যবস্থা পালন করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল136 লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না। সেইজন্য আমি এত কেঁদেছি যে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী136 আমার চোখ থেকে জলধারা বইছে, কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না। সাদে। অধ্যায় দেখুন |