Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:105 - কিতাবুল মোকাদ্দস

105 তোমার কালাম আমার চরণের প্রদীপ, আমার পথের আলো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, এবং আমার চলার পথের আলো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

105 তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

105 তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

105 প্রভু, আপনার বাক্যগুলো প্রদীপের মত আমার পথকে আলোকিত করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

105 তোমার বাক্য আমার চরনের প্রদীপ, আমার পথের আলো।

অধ্যায় দেখুন কপি




গীত 119:105
7 ক্রস রেফারেন্স  

কেননা হুকুম প্রদীপের মত ও শিক্ষা আলোর মত, এবং শিক্ষাজনক তিরস্কার জীবনের পথ;


তোমার আলো ও তোমার সত্য প্রেরণ কর; তারাই আমার পথপ্রদর্শক হোক, তোমার পবিত্র পাহাড় ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।


তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক; মাবুদ, আমার আল্লাহ্‌, তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।


আর নবীদের কালাম আরও দৃঢ় হয়ে আমাদের কাছে রয়েছে; তোমরা যে সেই কালামের প্রতি মনোযোগ করছো, তা ভালই করছো; তা এমন প্রদীপের মত, যা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতী তারা তোমাদের হৃদয়ে উদিত না হয়, সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে আলো দেয়।


তখন আমার মাথার উপরে তার প্রদীপ জ্বলতো, তার আলোতে আমি অন্ধকারেও চলতাম।


কিন্তু আলো দ্বারা দোষ দেখিয়ে দেওয়া হলে পর সমস্তই প্রকাশ হয়ে পড়ে;


মাবুদের সমস্ত আদেশমালা যথার্থ, অন্তরের আনন্দবর্ধক; মাবুদের হুকুম নির্মল, চোখকে আলোকিত করে তোলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন