Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 118:7 - কিতাবুল মোকাদ্দস

7 মাবুদ আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী; তাই আমি আমার বিদ্বেষীদের দশা দেখব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 সদাপ্রভু আমার সঙ্গে আছেন; তিনি আমার সহায়। আমি বিজয়ীর দৃষ্টিতে আমার শত্রুদের দিকে দেখব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 আমার সহায় প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তাঁরই শরণ, তাই আমি স্বচক্ষে দেখব শত্রুদের দুর্দশা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্ত্তী; তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 প্রভুই আমার সহায়। আমি আমার শত্রুদের পরাজিত দেখবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 সদাপ্রভুু আমার পক্ষে আছেন আমার সাহায্যকারী হিসাবে, আমি বিজয়ী হব তাদের ওপর যারা আমাকে ঘৃণা করে।

অধ্যায় দেখুন কপি




গীত 118:7
10 ক্রস রেফারেন্স  

আমার আল্লাহ্‌ তাঁর অটল মহব্বতে আমার সম্মুখবর্তী হবেন, আল্লাহ্‌ আমার গুপ্ত দুশমনদের দুর্দশা আমাকে দেখাবেন।


দেখ, আল্লাহ্‌ আমার সাহায্যকারী; প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী।


কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট থেকে উদ্ধার করেছেন, এবং আমার চোখ আমার দুশমনদের দুর্দশা দেখেছে ।


তিনি আমার প্রতিকূল যুদ্ধ থেকে আমার প্রাণ সহিসালামতে মুক্ত করেছেন; কারণ অনেকে আমার বিপক্ষ ছিল!


তার অন্তর সুস্থির, সে ভয় করে না, শেষে সে তাঁর বিপক্ষদের পরাজয় দেখবে।


আর আমার চোখ আমার দুশমনদের পরিণতি নিরীক্ষণ করেছে; আমার কান আমার বিরোধী দুরাচারদের পরিণতির কথা শুনতে পেয়েছে।


তখন আল্লাহ্‌র রূহ্‌ সেনানীবর্গের নেতা অমাসয়ের উপরে আসলেন, আর তিনি বললেন, হে দাউদ, আমরা তোমারই, হে ইয়াসিরের পুত্র, আমরা তোমারই পক্ষ; মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক ও তোমার সাহায্যকারীদের মঙ্গল হোক, কেননা তোমার আল্লাহ্‌ তোমার সাহায্য করেন। তখন দাউদ তাঁদেরকে গ্রহণ করে সৈন্যদলের সেনাপতি করলেন।


আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি কোরবানী করবো; হে মাবুদ, তোমার নামের প্রশংসা-গজল করবো, কেননা তা উত্তম।


তুমি তাদেরকে হত্যা করো না, পাছে আমার লোকেরা ভুলে যায়; হে মালিক, আমাদের রক্ষাকারী ঢাল, তোমার শক্তিতে তাদেরকে ছড়িয়ে নিচে ফেল।


কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্‌ তোমার ডান হাত ধরে থাকব; তোমাকে বলবো, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন