Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 118:13 - কিতাবুল মোকাদ্দস

13 তুমি আমাকে ফেলে দেবার জন্য ধাক্কা মেরেছ, কিন্তু মাবুদ আমার সাহায্য করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ওরা প্রবলভাবে আক্রমণ করেছিল আমায়, আমি দাঁড়িয়েছিলাম পরাজয়ের মুখোমুখি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিলো এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছিলো। কিন্তু প্রভু আমায় সাহায্য করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তুমি আমাকে ফেলে দেবার জন্য আক্রমণ করলে, কিন্তু সদাপ্রভুু আমাকে সাহায্য করলেন।

অধ্যায় দেখুন কপি




গীত 118:13
11 ক্রস রেফারেন্স  

হে মাবুদ, দুষ্টের হাত থেকে আমাকে পাহারা দাও, দুর্জন থেকে আমাকে রক্ষা কর; তারা আমার পা ফাঁদে ফেলবার সঙ্কল্প করেছে।


আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন-কাজ সাধন কর, যেন আমার বিদ্বেষীরা তা দেখে লজ্জা পায়, কেননা, হে মাবুদ, তুমিই আমার সাহায্য করেছ, ও আমাকে সান্ত্বনা দিয়েছ।


হে আমার বিদ্বেষিণী, আমার বিরুদ্ধে আনন্দ করো না; পড়ে গেলেও আমি উঠবো, অন্ধকারে বসে থাকলেও মাবুদ হবেন আমার আলো।


মানুষ আপনাকে তাড়না ও প্রাণনাশের চেষ্টা করলেও আপনার আল্লাহ্‌ মাবুদের কাছে আমার মালিকের প্রাণ জীবন-সিন্দুকে বন্ধ থাকবে, কিন্তু আপনার দুশমনদের প্রাণ তিনি ফিঙ্গার পাথর ছুঁড়বার করার মতই ছুঁড়ে ফেলে দেবেন।


ভাল, সেই সন্তানেরা যখন রক্ত-মাংসের মানুষ, তখন তিনি নিজেও তেমনি রক্ত-মাংসের মানুষ হলেন; যেন মৃত্যু দ্বারা মৃত্যুর অধিপতিকে অর্থাৎ শয়তানকে শক্তিহীন করেন,


তাতে দাউদ কসম খেয়ে পুনর্বার বললেন, আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছি, এই কথা তোমার পিতা খুব ভাল করেই জানেন; এজন্য তিনি বললেন, যোনাথন এই বিষয় না জানুক, পাছে সে দুঃখিত হয়, কিন্তু জীবন্ত মাবুদের কসম ও তোমার জীবিত প্রাণের কসম, মৃত্যু আমার কাছ থেকে মাত্র এক পা দূরে।


আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে, তবুও আমার উপরে জয়ী হতে পারে নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন