Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 117:1 - কিতাবুল মোকাদ্দস

1 সমস্ত জাতি, মাবুদের প্রশংসা কর; সমস্ত লোকবৃন্দ, তাঁর সঙ্কীর্তন কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো; সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সর্বজাতি প্রশস্তি কর প্রভু পরমেশ্বরের, সর্বমানবকুল, কীর্তন কর তাঁর মহিমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা কর; সমস্ত লোকবৃন্দ, তাঁহার সঙ্কীর্ত্তন কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তোমরা জাতিসকল, প্রভুর প্রশংসা কর। তোমরা সব লোকেরা, প্রভুর প্রশংসা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুুর প্রশংসা কর; তোমরা সব জাতি, তাঁর মহিমান্বিত কর।

অধ্যায় দেখুন কপি




গীত 117:1
12 ক্রস রেফারেন্স  

হে প্রভু, কে না ভয় পাবে? এবং তোমার নামের গৌরব কে না করবে? কেননা একমাত্র তুমিই পবিত্র, কেননা সমস্ত জাতি এসে তোমার সম্মুখে এবাদত করবে, কেননা তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”


আবার “সমস্ত জাতি প্রভুর প্রশংসা কর, সমস্ত লোকবৃন্দ তাঁর প্রশংসা করুক।”


হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক, সমস্ত জাতি তোমার প্রশংসা করুক।


আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন, ‘তুমি ঐ কিতাব গ্রহণ করার ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য; কেননা তুমি হত হয়েছ এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে আল্লাহ্‌র জন্য লোকদেরকে ক্রয় করেছ;


সমস্ত দুনিয়া! আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর।


হে মালিক, তোমার সৃষ্ট সর্বজাতি এসে তোমার সম্মুখে সেজ্‌দা করবে, তারা তোমার নামের গৌরব করবে।


সমস্ত দুনিয়া তোমার কাছে সেজ্‌দা করবে, ও তোমার উদ্দেশে কাওয়ালী করবে; তারা তোমার নাম ঘোষণা করবে। [সেলা।]


শ্বাসবিশিষ্ট সকলেই মাবুদের প্রশংসা করুক! মাবুদের প্রশংসা হোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন