Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 115:12 - কিতাবুল মোকাদ্দস

12 মাবুদ আমাদের মনে রেখেছেন; তিনি দোয়া করবেন, ইসরাইলের কুলকে দোয়া করবেন, হারুনের কুলকে দোয়া করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন: তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পরমেশ্বর আমাদের স্মরণে রেখেছেন, তিনিই আমাদের করবেন আশীর্বাদ, আশীর্বাদ করবেন তিনি ইসরায়েল কুলকে, হারোণের বংশকেও করবেন তিনি আশীর্বাদ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সদাপ্রভু আমাদিগকে মনে রাখিয়াছেন; তিনি আশীর্ব্বাদ করিবেন, ইস্রায়েলের কুলকে আশীর্ব্বাদ করিবেন, হারোণের কুলকে আশীর্ব্বাদ করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রভু আমাদের স্মরণে রাখবেন এবং আমাদের আশীর্বাদ করবেন। প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন। প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সদাপ্রভুু আমাদেরকে মনে রেখেছেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন; তিনি ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, হারোণের কুলকে আশীর্বাদ করবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 115:12
16 ক্রস রেফারেন্স  

তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে স্মরণ করলেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—


ধন্য আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌ ও পিতা, যিনি আমাদের সমস্ত রূহানিক দোয়ায় বেহেশতী স্থানে মসীহে দোয়া করেছেন;


হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি এসব স্মরণ কর, কেননা তুমি আমার গোলাম, আমি তোমাকে গঠন করেছি; তুমি আমার গোলাম; হে ইসরাইল, আমি তোমাকে ভুলে যাব না।


আর তোমরা যদি মসীহের হও তবে ইব্রাহিমের বংশ, ওয়াদা অনুসারে উত্তরাধিকারী।


আল্লাহ্‌ আমাদেরকে দোয়া করবেন, আর দুনিয়ার সমস্ত প্রান্ত তাঁকে ভয় করবে।


যেন ইব্রাহিম যে দোয়া লাভ করেছিলেন সেই দোয়া মসীহ্‌ ঈসাতে অ-ইহুদীদের প্রতি বর্তে, আর যেন আমরা ঈমান দ্বারা অঙ্গীকৃত পাক-রূহ্‌কে লাভ করি।


আমার যৌবনের গুনাহ্‌ ও আমার সমস্ত অধর্ম স্মরণ করো না, হে মাবুদ, তোমার মঙ্গলভাবের অনুরোধে, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে স্মরণ কর।


আর আল্লাহ্‌ নূহ্‌কে ও তাঁর সঙ্গে জাহাজে অবস্থিত বন্য পশু ও গৃহপালিত পশুদের কথা স্মরণ করলেন; আল্লাহ্‌ দুনিয়াতে বায়ু বহালেন, তাতে পানি কমতে আরম্ভ করলো।


আল্লাহ্‌ আপন গোলামকে উৎপন্ন করে প্রথমে তোমাদেরই কাছে তাঁকে প্রেরণ করলেন, যেন তিনি তোমাদের অধর্মগুলো থেকে তোমাদের প্রত্যেক জনকে ফিরিয়ে এনে তোমাদেরকে দোয়া করেন।


তখন তিনি তাঁর প্রতি এক দৃষ্টে চেয়ে ভয় পেয়ে বললেন, প্রভু, কি চান? ফেরেশতা তাঁকে বললেন, তোমার মুনাজাত ও তোমার দানগুলো স্মরণীয় হিসেবে ঊর্ধ্বে আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হয়েছে।


এভাবে তারা বনি-ইসরাইলদের উপরে আমার নাম স্থাপন করবে; আর আমি তাদেরকে দোয়া করবো।


হে ইসরাইলের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর; হে হারুনের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন