গীত 114:8 - কিতাবুল মোকাদ্দস8 তিনি শৈলকে পরিণত করলেন জলাশয়ে, চকমকি প্রস্তরকে পানির ফোয়ারায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 তিনি শৈলকে জলাশয়ে, কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তিনি শৈলকে পরিণত করেন জলাশয়ে, পাষাণের বুক চিরে উৎসারিত করেন জলধারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তিনি শৈলকে পরিণত করিলেন জলাশয়ে, চকমকি প্রস্তরকে জলের উৎসে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান। ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন। অধ্যায় দেখুন |