Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 11:7 - কিতাবুল মোকাদ্দস

7 কেননা মাবুদ ধর্মময়, ধর্মকর্মই ভালবাসেন; সরল লোক তাঁর মুখ দর্শন করবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন; ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত কর্মেই তিনি প্রীত, ন্যায়নিষ্ঠ ব্যক্তিই দর্শন করবে তাঁর শ্রীমুখ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কেননা সদাপ্রভু ধর্ম্মময়, ধর্ম্মকর্ম্মই ভালবাসেন; সরল লোক তাঁহার শ্রীমুখ দর্শন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 কিন্তু প্রভু ভালো। যেসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন। সৎ‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 কারণ সদাপ্রভুু ধার্মিক এবং তিনি ধার্ম্মিকতা ভালবাসেন; ন্যায়পরায়ণেরা তাঁর মুখ দেখতে পাবে।

অধ্যায় দেখুন কপি




গীত 11:7
20 ক্রস রেফারেন্স  

ও তাঁর মুখ দর্শন করবে এবং তাঁর নাম তাদের ললাটে থাকবে।


আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করবো, জেগে উঠে তোমার রূপ দেখে তৃপ্ত হব।


কেননা ধার্মিকদের প্রতি প্রভুর দৃষ্টি আছে; তাদের বিনতির প্রতি তাঁর কান আছে; কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।”


তুমি ধার্মিকতাকে মহব্বত করে আসছ, নাফরমানীকে ঘৃণা করে আসছ; এই কারণ আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌, তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সখাদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেলে।


তিনি ধার্মিকদের থেকে চোখ ফিরিয়ে নেন না; কিন্তু সিংহাসনে উপবিষ্ট বাদশাহ্‌দের সঙ্গে তাদেরকে চিরকালের তরে বসান, তারা উন্নত হয়।


প্রিয়তমেরা, এখন আমরা আল্লাহ্‌র সন্তান এবং পরে কি হব তা এই পর্যন্ত প্রকাশিত হয় নি। আমরা জানি, তিনি যখন প্রকাশিত হবেন তখন আমরা তাঁর সমরূপ হব; কারণ তিনি যেমন আছেন তাঁকে তেমনি দেখতে পাব।


হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? আল্লাহ্‌র উপরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল গাইব; তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্‌।


ধার্মিকদের প্রতি মাবুদের দৃষ্টি আছে, তাদের আর্তনাদের প্রতি তাঁর কান আছে।


দেখ, মাবুদের দৃষ্টি তাদের উপরে, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, যারা তাঁর অটল মহব্বতের প্রতীক্ষা করে,


বাদশাহ্‌ শক্তিধর, তিনি বিচার ভালবাসেন; তুমি ন্যায়বিধি অটল করেছ, তুমি ইয়াকুবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করেছ।


তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন; দুনিয়া মাবুদের অটল মহব্বতে পরিপূর্ণ।


তুমি তাঁকে চিরস্থায়ী দোয়াযুক্ত করেছ, তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।


কেননা তুমি ধার্মিককে দোয়া করবে, হে মাবুদ, তুমি ঢালের মত তাকে প্রসন্নতায় বেষ্টন করবে।


কেননা আমি মাবুদ ন্যায়বিচার ভালবাসি, অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি; আর আমি সত্যে তাদের কাজের ফল দেব ও তাদের সঙ্গে চিরস্থায়ী একটি নিয়ম করবো।


মাবুদ অন্ধদের চোখ খুলে দেন; মাবুদ অবনতদের তুলে ধরেন; মাবুদ ধার্মিকদের মহব্বত করেন।


আরজ করি, দুষ্টদের নাফরমানী শেষ হোক, কিন্তু ধার্মিককে সুস্থির কর; ধর্মময় আল্লাহ্‌ তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।


আল্লাহ্‌ ধর্মময় বিচারকর্তা; তিনি প্রতিদিন ক্রোধকারী আল্লাহ্‌।


কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন; তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না; তারা চিরকাল সুরক্ষিত হয়; কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।


গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল কোর্তা সুবাসিত হয়, হাতির দাঁতের প্রাসাদগুলো থেকে তারযুক্ত সমস্ত যন্ত্র তোমাকে আনন্দিত করেছে।


দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ; কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন