গীত 11:6 - কিতাবুল মোকাদ্দস6 তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন, উত্তপ্ত বায়ু তাদের পানপাত্রের পেয় দ্রব্য হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 দুষ্টদের উপর তিনি জ্বলন্ত কয়লা আর গন্ধক বর্ষণ করবেন; উত্তপ্ত বায়ু দিয়ে তাদের শাস্তি দেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 দুর্জনদের উপর তিনি বর্ষণ করবেন, জ্বলন্ত অঙ্গার ও গন্ধক, অগ্নি ও ঝঞ্ঝা তাদের যোগ্য দণ্ড। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তিনি দুষ্টদের উপরে পাঁশ বর্ষণ করিবেন, অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের পেয় দ্রব্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করবেন। ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তিনি দুষ্টদের উপরে জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করেন; একটি উষ্ণ বায়ু তার পানপাত্র থেকে তাদের অংশ হবে। অধ্যায় দেখুন |