গীত 109:28 - কিতাবুল মোকাদ্দস28 তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো; তারা উঠলে লজ্জিত হবে, কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ দিয়ো; যারা আমাকে আক্রমণ করে, তারা যেন লজ্জায় পড়ে, কিন্তু তোমার দাস আনন্দ করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 ওরা অভিশাপ দিক, কিন্তু তুমি আমায় কর আশীর্বাদ, আমার আক্রমণকারীরা হোক নতশির লজ্জায়, অপমানে, আনন্দিত হোক তোমার এ দাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহারা শাপ দিউক, কিন্তু তুমি আশীর্ব্বাদ করিও; তাহারা উঠিলে লজ্জিত হইবে, কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়। কিন্তু আপনি আমায় আশীর্বাদ করতে পারেন প্রভু। ওরা আমায় আক্রমণ করেছে, তাই ওদের পরাজিত করুন। তাহলে আপনার দাস, আমি সুখী হব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যদিও তারা আমাকে শাপ দেয়, দয়া করে তুমি আশীর্বাদ কর; যখন তারা আক্রমণ করে যেন তারা লজ্জিত হয়। কিন্তু তোমার এ দাস আনন্দ করবে। অধ্যায় দেখুন |