Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 107:39 - কিতাবুল মোকাদ্দস

39 আবার তারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোকের জন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

39 তারপর তাদের সংখ্যা হ্রাস পেল এবং নির্যাতন, বিপদ এবং দুঃখে তারা অবনত হল;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

39 উৎপীড়ন, দুর্বিপাক ও দুঃখকষ্টের ভারে তারা যখন বিপর্যস্ত হয়, হয় অবমানিত চরম অপমানে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 দুর্যোগ এবং সমস্যার জন্য ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 তারা কমে যায় এবং নত হয়, যন্ত্রণা বেদনা এবং কষ্টের জন্য।

অধ্যায় দেখুন কপি




গীত 107:39
17 ক্রস রেফারেন্স  

ঐ সময়ে মাবুদ ইসরাইলকে খর্ব করতে লাগলেন; বাস্তবিক হসায়েল ইসরাইলের এ সব অঞ্চলে তাদেরকে আক্রমণ করলেন;


কারণ মাবুদ দেখেছিলেন যে, ইসরাইলের দুঃখ অতিশয় তীব্র; ফলে, গোলাম বা স্বাধীন মানুষ কেউ ছিল না, ইসরাইলের সাহায্যকারীও কেউ ছিল না।


যিহোয়াহসের সময়ে অরামের বাদশাহ্‌ হসায়েল ইসরাইলের উপরে সব সময়ই জুলুম করতেন।


বাস্তবিক, অরামের বাদশাহ্‌ কেবল পঞ্চাশ জন ঘোড়সওয়ার, দশটি রথ ও দশ হাজার পদাতিক ছাড়া যিহোয়াহসের জন্য অন্য কোন সৈন্য অবশিষ্ট রাখেন নি; তিনি তাদেরকে বিনষ্ট করেছিলেন, দলনীয় ধূলিকণার সমান করেছিলেন।


সাত বছরের শেষে সেই স্ত্রীলোকটি ফিলিস্তিনীদের দেশ থেকে ফিরে আসলেন, আর তার বাড়ি ও ভূমির জন্য বাদশাহ্‌র কাছে নিবেদন করতে গেলেন।


এক দিন আল-ইয়াসা শূনেমে যান। সেখানে এক ধনবতী মহিলা ছিলেন; তিনি আগ্রহ সহকারে তাঁকে ভোজনের দাওয়াত করলেন। পরে যত বার তিনি ঐ পথ দিয়ে যেতেন, তত বার আহার করার জন্য সেই স্থানে যেতেন।


সেই স্থানে আমি তোমাকে প্রতিপালন করবো, কেননা আরও পাঁচ বছর দুর্ভিক্ষ থাকবে; পাছে তোমার ও তোমার পরিজনের ও তোমার সকল লোকের দৈন্যদশা ঘটে।’


তিনি জাতিদেরকে মহান করেন, আবার বিনাশ করেন, জাতিদেরকে প্রসারিত করেন, আবার নিয়ে যান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন