গীত 107:25 - কিতাবুল মোকাদ্দস25 তিনি হুকুম দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তা পানির তরঙ্গমালা উঠায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 তিনি কথা বললেন আর প্রচণ্ড ঝড় উঠল যা ঢেউ জাগিয়ে তুলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তাঁর নির্দেশে ওঠে প্রচণ্ড ঝড় সমুদ্রের তরঙ্গরাজিকে করে উত্তাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গমালা উঠায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিলো। ঢেঊগুলো ক্রমেই উচ্চ থেকে উচ্চতর হয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তিনি আজ্ঞা দিয়ে ঝড় উত্থাপন করেন, যা জলের ঢেউ তোলেন। অধ্যায় দেখুন |