গীত 106:28 - কিতাবুল মোকাদ্দস28 তারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হল, মৃতদের উদ্দেশে করা উৎসর্গ ভোজন করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 তারপর তারা পিয়োরের বায়াল-দেবতার আরাধনায় যুক্ত হল এবং প্রাণহীন দেবতাদের প্রতি নিবেদিত বলি ভোজন করল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তারপর তারা পিওর-এর বেল দেবতার প্রতি আসক্ত হল, ভোজন করল নিষ্প্রাণ দেবদেবীর উদ্দেশে উৎসর্গিত বলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হইল, মরাদের বলি ভোজন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তারপর, বাল-পিয়োরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায় যোগ দিয়েছিলো। ঈশ্বরের লোকরা জংলী দলটিতে যোগ দিয়েছিলো এবং মৃত লোকের সম্মানে উৎসর্গ করা বলি আহার করেছিলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তাঁরা বাল-পিয়োরের আরাধনা করল এবং মড়াদের বলি খেলো। অধ্যায় দেখুন |