Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 105:31 - কিতাবুল মোকাদ্দস

31 তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল, পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 তিনি কথা বললেন, আর ঝাঁকে ঝাঁকে মাছি এল, আর সারা দেশ ডাঁশ-মশায় ভর্তি হয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 তাঁর আজ্ঞায় ছুটে এল ঝাঁকেঝাঁকে দংশক, মাছি ও মশা ভরে গেল তাদের সমস্ত অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 তিনি বলিলেন, আর দংশকের ঝাঁক আসিল, পিশুগণ উহাদের সমস্ত অঞ্চলে আসিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 ঈশ্বর আজ্ঞা দিলেন, উকুন ও মাছিরা উড়ে এলো। তারা দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 তিনি বললেন এবং মাছির ঝাঁক এল এবং ডাঁশ-মশা সারা দেশের মধ্যে এল।

অধ্যায় দেখুন কপি




গীত 105:31
7 ক্রস রেফারেন্স  

আর সেদিন মাবুদ মিসরের সমস্ত নদী প্রান্তস্থ মৌমাছির প্রতি ও আসেরিয়া দেশের মৌমাছির প্রতি শিস্‌ দেবেন।


তিনি তাদের মধ্যে গ্রাসকারী ডাঁশ মাছি, ও বিনাশকারী ভেক প্রেরণ করলেন।


পরে মূসা ও হারুন ফেরাউনের কাছ থেকে বাইরে গেলেন এবং মূসা ফেরাউনের বিরুদ্ধে যেসব ব্যাঙ এনেছিলেন, সেসব বিষয়ে মাবুদের কাছে ফরিয়াদ জানালেন।


আর মাবুদ মূসার কথা অনুসারে করলেন, তাতে বাড়িতে, প্রাঙ্গণে ও ক্ষেতে সমস্ত ব্যাঙ মারা গেল।


আর মাবুদ মূসাকে বললেন, তুমি খুব ভোরে উঠে গিয়ে ফেরাউনের সম্মুখে দাঁড়াও; দেখ, সে পানির কাছে আসবে; তুমি তাকে এই কথা বল, মাবুদ এই কথা বলেন, আমার সেবা করার জন্য আমার লোকদেরকে ছেড়ে দাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন