Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 105:2 - কিতাবুল মোকাদ্দস

2 তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর, তাঁর সকল অলৌকিক কাজ ধ্যান কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও; তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তাঁর উদ্দেশে গাও মহাসঙ্গীত, কর তাঁর প্রশংসাগান, ঘোষণা কর তাঁর আশ্চর্য কর্মের কথা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাঁহার উদ্দেশে গীত গাও, তাঁহার প্রশংসা গান কর, তাঁহার সকল আশ্চর্য্য কর্ম্ম ধ্যান কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভুর উদ্দেশ্যে গান গাও; তাঁর প্রশংসা গান কর। তিনি যে সব আশ্চর্য কার্য করেন সে সম্পর্কে বল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা গান কর, তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।

অধ্যায় দেখুন কপি




গীত 105:2
17 ক্রস রেফারেন্স  

তোমার আদেশমালা আমাকে বুঝিয়ে দাও, আমি তোমার অলৌকিক সমস্ত কাজ ধ্যান করবো।


গান কর মাবুদের উদ্দেশে বীণা সহকারে, বীণা সহকারে ও গানের রবে।


আমি তোমার সমস্ত কাজ ধ্যানও করবো, তোমার সমস্ত কাজ আলোচনা করবো।


তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও, কেননা তিনি অনেক অলৌকিক কাজ করেছেন; তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে বিজয় সাধন করেছে।


জবুর শরীফের গজল, প্রশংসা-সংগীত ও রূহানিক কাওয়ালীর মধ্য দিয়ে পরস্পর আলাপ কর; নিজ নিজ অন্তঃকরণে বাদ্যের ঝঙ্কারে প্রভুর উদ্দেশে সঙ্গীত কর;


বাদশাহ্‌রা শোন; শাসনকর্তারা কান দাও; আমি, আমিই মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে গজল গাইব,


আর তোমার পুত্র ভবিষ্যতে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, এটা কেন? তুমি বলবে, মাবুদ তাঁর পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে মিসর থেকে, গোলামীর গৃহ থেকে বের করে আনলেন।


হে আল্লাহ্‌, পবিত্রতায় তোমার পথ; আল্লাহ্‌র মত মহান আল্লাহ্‌ কে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন