Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:5 - কিতাবুল মোকাদ্দস

5 তিনি দুনিয়াকে তার ভিত্তিমূলের উপরে স্থাপন করেছেন; তা অনন্তকালেও বিচলিত হবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 তিনি এই জগতকে ভিত্তিমূলের উপর স্থাপন করেন; তা কোনোদিন বিচলিত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তুমি পৃথিবীকে স্থাপন করেছ সুদৃঢ় ভিত্তির উপর, কোন কালে তা হবে না বিচ্যূত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তিনি পৃথিবীকে তাহার ভিত্তিমূলের উপরে স্থাপন করিয়াছেন; তাহা অনন্তকালেও বিচলিত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বর, পৃথিবীকে আপনি তার শক্ত ভিতের ওপর নির্মাণ করেছেন, তাই পৃথিবী কখনও পড়ে যাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তিনি পৃথিবীকে তাঁর ভিত্তিমূলের ওপরে স্থাপন করেছেন; এটা কখনো নড়ানো যাবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 104:5
14 ক্রস রেফারেন্স  

তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন, অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,


কেননা তিনিই সমস্ত সমুদ্রের উপরে তা স্থাপন করেছেন, নদীগুলোর উপরে তা দৃঢ় করে রেখেছেন।


তিনি কথা বললেন, আর উৎপত্তি হল, তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।


জাতিদের মধ্যে বল, মাবুদ রাজত্ব করেন; জগৎও অটল, তা বিচলিত হবে না; তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন।


পরে আমি একটি বড় সাদা রংয়ের সিংহাসন ও যিনি তার উপরে বসে আছেন, তাঁকে দেখতে পেলাম; তাঁর সম্মুখ থেকে আসমান ও জমিন পালিয়ে গেল; তাদের জন্য আর স্থান পাওয়া গেল না।


কিন্তু প্রভুর দিন চোরের মত আসবে; তখন আসমান হূহূ আওয়াজ করে উড়ে যাবে এবং মূলবস্তুগুলো পুড়ে গিয়ে বিলীন হবে এবং দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সমস্তই পুড়ে যাবে।


যিনি পানির উপরে দুনিয়া বিস্তার করেছেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—


মাবুদ রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; মাবুদ সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর দুনিয়াও অটল, তা বিচলিত হবে না।


আর আসমান গুটানো পুস্তকের মত অপসারিত হল এবং সমস্ত পর্বত ও সমস্ত দ্বীপ স্থানচ্যুত হল।


এক পুরুষ চলে যায়, আর এক পুরুষ আসে; কিন্তু দুনিয়া নিত্যস্থায়ী।


তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন, সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসিয়ে দেন, মহিমা-সিংহাসনের অধিকারী করেন। কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের; তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।


তোমার বিশ্বস্ততা পুরুষানুক্রমে স্থায়ী; তুমি দুনিয়াকে স্থাপন করেছ, তা স্থির রয়েছে।


যখন তিনি সমুদ্রের সীমা স্থির করলেন, যেন পানি তাঁর হুকুম লঙ্ঘন না করে, যখন তিনি দুনিয়ার মূল নির্ধারণ করলেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন