Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 104:16 - কিতাবুল মোকাদ্দস

16 পরিতৃপ্ত হয়েছে মাবুদের গাছগুলো, লেবাননের সেই এরস গাছগুলো, যা তিনি রোপণ করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 সদাপ্রভুর সব গাছপালা পর্যাপ্ত যত্নে আছে, লেবাননের দেবদারুবন যা তিনি লাগিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 লেবাননের সীডার বৃক্ষরাজির উপর সিঞ্চিত হয় পর্যাপ্ত বারিধারা যে বৃক্ষ প্রভু পরমেশ্বর রোপণ করেছেন আপন হাতে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 পরিতৃপ্ত হইয়াছে সদাপ্রভুর বৃক্ষ সকল, লিবানোনের সেই এরস বৃক্ষরাজি, যাহা তিনি রোপন করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 লিবানোনের মস্ত বড় এরস গাছগুলো ঈশ্বরের। প্রভুই ওই গাছগুলো লাগিয়েছেন এবং ওদের প্রয়োজনীয় জল তিনিই দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 সদাপ্রভুুর গাছেদের ভালোভাবে জল দেওয়া হয়েছে; তিনি লিবানোনে এরস গাছ তৈরী করেছেন।

অধ্যায় দেখুন কপি




গীত 104:16
4 ক্রস রেফারেন্স  

সেগুলো উপত্যকার মত বিস্তৃত, নদীর তীরের বাগানের মত, মাবুদের রোপিত অগুরু গাছের মত, জলাশয়ের তীরে এরস গাছের মত।


ইসরাইলের উচ্চতর পর্বতে তা রোপণ করবো; তাতে তা বহু ডালযুক্ত ও ফলবান হয়ে বিশাল এরস গাছ হয়ে উঠবে; তার তলে সব জাতের সকল পাখি বাসা করবে, তার ডালের ছায়াতেই বাসা করবে।


খুব ভোরে তোমার অটল মহব্বত, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা তবলিগ করা উত্তম,


মাবুদের কণ্ঠস্বর এরস গাছ ভেঙ্গে ফেলছে; মাবুদই লেবাননের এরস গাছ খণ্ড-বিখণ্ড করছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন