Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 103:9 - কিতাবুল মোকাদ্দস

9 তিনি নিত্য অনুযোগ করবেন না, চিরকাল ক্রোধ রাখবেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না, তিনি চিরকাল তাঁর ক্রোধ মনে পুষে রাখবেন না;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তিনি নিত্য অনুযোগ করবেন না, চিরকাল পোষণ করবেন না তাঁর ক্রোধ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না। প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তিনি সব দিন বিনতি করবেন না, তিনি সব দিন রাগ করবেন না।

অধ্যায় দেখুন কপি




গীত 103:9
7 ক্রস রেফারেন্স  

কারণ আমি প্রতিদিন ঝগড়া করবো না, সব সময় ক্রোধ করবো না; করলে রূহ্‌ এবং আমার নির্মিত সমস্ত প্রাণী, আমার সম্মুখে মূর্চ্ছা যাবে।


কেননা তঁাঁর ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁর অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাবেলা কান্নাকাটি মেহমানরূপে আসে, কিন্তু খুব ভোরে আনন্দ উপস্থিত হয়।


তিনি কি চিরকাল ক্রোধ রাখবেন, শেষ পর্যন্ত তা রক্ষা করবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলেছ, মন্দ কাজ করেছ ও তা সিদ্ধ করেছ।


তুমি যাও, এসব কথা উত্তর দিকে তবলিগ কর, বল, মাবুদ বলেন, হে বিপথগামিনী ইসরাইল, ফিরে এসো; আমি তোমাদের প্রতি ক্রুদ্ধদৃষ্টিতে তাকাব না; যেহেতু আমি দয়াবান, মাবুদ এই কথা বলেন, আমি চিরকাল ক্রোধ রাখবো না।


তুমি দূর করে দিয়ে ও বন্দী দশায় পাঠিয়ে তার সঙ্গে ঝগড়া করলে; তিনি পূর্বীয় বায়ুর দিনে নিজের প্রবল বায়ু দ্বারা তাকে ঝেড়ে দূর করলেন।


তার কৃত সমস্ত গুনাহ্‌ আর তার বলে স্মরণ করা হবে না; সে ন্যায় ও সঠিক কাজ করেছে, অবশ্য বাঁচবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন