গীত 103:21 - কিতাবুল মোকাদ্দস21 মাবুদের সমস্ত বাহিনী! তাঁর শুকরিয়া আদায় কর, তোমরা তাঁর পরিচারক, তাঁর ইচ্ছা পালনকারী। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ21 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী, তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 হে দিব্যলোকবাসী শক্তিধরগণ, তোমরা যারা প্রভু পরমেশ্বরের পরিচর্যায় ও তাঁর সঙ্কল্প সাধনে নিযুক্ত, তোমরা প্রভু পরমেশ্বরের জয়গান কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সদাপ্রভুর সমস্ত বাহিনি! তাঁহার ধন্যবাদ কর, তোমরা তাঁহার পরিচারক, তাঁহার অভিমত-সাধক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর। তোমরা তাঁর দাস। ঈশ্বর যা চান তোমরা তাই কর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা সব তাঁর বাহিনী, তোমরা তাঁর দাসেরা তাঁর ইচ্ছা পালন কর। অধ্যায় দেখুন |