গীত 101:1 - কিতাবুল মোকাদ্দস1 আমি রহম ও ন্যায়বিচারের বিষয় গাইব; হে মাবুদ, তোমারই প্রশংসা গান করবো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব; তোমার উদ্দেশে, হে সদাপ্রভু, আমি স্তবগান করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 করুণা ও সুবিচার আমার গানের কথা হে প্রভু পরমেশ্বর আমি তোমারই স্তবগান গাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আমি দয়া ও শাসনের বিষয় গাহিব; হে সদাপ্রভু, তোমারই প্রশংসা গান করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 আমি প্রেম এবং ন্যায়ের গান গাইবো। প্রভু, আমি আপনার উদ্দেশ্যে গান গাইবো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আমি বিশ্বস্ততার নিয়মের এবং বিচারের গান গাব; তোমার প্রতি, সদাপ্রভুু, আমি প্রশংসা গান গাব। অধ্যায় দেখুন |