গীত 10:9 - কিতাবুল মোকাদ্দস9 সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্তস্থানে থাকে, দুঃখীকে ধরবার জন্য অন্তরালে থাকে; সে দুঃখীকে ধরে, নিজের জালে টানে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 সিংহ যেমন গুহায়, সে তেমন গোপনে ওৎ পেতে থাকে, অসহায়কে ধরবে বলে ওৎ পেতে থাকে; সে অসহায়কে ধরে তাকে টেনে নিজের জালে নিয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সিংহের মত সেও আড়ালে গোপনে অপেক্ষা করে থাকে হতভাগ্য অসহায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বলে। কৌশলে তাকে নিজের ফাঁদে টেনে এনে তার উপর লাফিয়ে পড়ে সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে, দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে; সে দুঃখীকে ধরে, আপন জালে টানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 মন্দ লোকরা সেই সব সিংহের মত যারা তাদের আহার্য পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে। তারা দরিদ্র লোকদের আক্রমণ করে। মন্দ লোকদের তৈরী ফাঁদে দরিদ্র লোকরা ধরা পড়ে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সে ঝোপঝাড়ের মধ্যে সিংহের মত গোপনে লুকিয়ে থাকে; সে নিপীড়িতদের ধরার জন্য অপেক্ষা করে থাকে। সে নিপীড়িতদেরকে ধরে যখন সে তার জালে টানে। অধ্যায় দেখুন |