গীত 10:6 - কিতাবুল মোকাদ্দস6 সে মনে মনে বলে আমি বিচলিত হব না, পুরুষানুক্রমে কখনও বিপদগ্রস্ত হব না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ6 সে মনে মনে বলে, “আমাকে কোনও কিছুই বিচলিত করবে না।” সে শপথ করে, “কখনও কেউ আমার ক্ষতি করবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সে ভাবে: পতন আমার হবে না কখনও বিপদে আমি পড়ব না কোন দিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না, পুরুষানুক্রমে কখন বিপদ্গ্রস্ত হইব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ঐসব লোকজন মনে করে, কোনদিন ওদের খারাপ কিছু হবে না। তারা বলে, “আমরা সব দিনই মজা করবো, আমাদের কোন শাস্তি হবে না।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সে তার হৃদয়ে বলেছে, আমি কখনই ব্যর্থ হব না; সমস্ত প্রজন্মের মধ্যেও আমি দূর্দশার সম্মুখীন হব না। অধ্যায় দেখুন |