গীত 10:5 - কিতাবুল মোকাদ্দস5 দুষ্টের পথ সর্বদা উন্নতির দিকে, তোমার সমস্ত বিচার ঊর্ধ্বে, তার দৃষ্টির বহির্ভূত থাকে; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 তার পথ সর্বদা সফল হয়; সে তোমার বিধান অবজ্ঞা করে; সে তার সব শত্রুকে ব্যঙ্গ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 ছলে, বলে, কৌশলে সে অর্জন করে সফলতা, তাই তোমার সূক্ষ্ম বিচারতার দৃষ্টিসীমার বাইরে থেকে যায়, বিরোধীদের তুচ্ছ করে সে চরম অবহেলায় তাদের তুচ্ছজ্ঞান করে সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তাহার পথ সর্ব্বদা দৃঢ়; তোমার শাসনকলাপ ঊর্দ্ধ, তাহার দৃষ্টির বহির্ভূত; সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে। এমনকি তারা ঈশ্বরের বিধিসকল ও মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না। ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তিনি সব দিনের নিরাপদ, কিন্তু তোমার ধার্মিকতার আদেশ তার জন্য খুব উঁচু; তিনি তাঁর সমস্ত শত্রুদের প্রতি গর্জন করেন। অধ্যায় দেখুন |