গীত 10:18 - কিতাবুল মোকাদ্দস18 এতিম ও নির্যাতিত লোকদের বিচার করার জন্য, যেন মাটির সৃষ্ট মানুষ আর দুর্দান্ত না থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 তুমি অনাথ ও পীড়িতদের প্রতি ন্যায়বিচার করবে, যেন সামান্য মানুষ আর কোনোদিন আঘাত না করতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শুনবে তুমি অনাথ, পিতৃহীন ও উৎপীড়িতের ব্যাকুল ক্রন্দন, করবে সুবিচার, যেন মর্ত্যমানব আর না পারে চালাতে দমন পীড়ন তাদের উপর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পিতৃহীনের ও উপদ্রুত লোকদের বিচার করিবার জন্য, যেন মৃত্তিকাজাত মর্ত্ত্য আর দুর্দ্দান্ত না থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 প্রভু পিতৃ-মাতৃহীন সন্তানদের রক্ষা করুন। দুঃখী লোকেদের অধিক যন্ত্রণার সম্মুখীন করবেন না। এমন করুন যেন মন্দ লোকরা এখানে থাকতে ভয় পায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তুমি পিতৃহীনদের এবং নিপীড়িতদেরকে রক্ষা কর, যাতে মানুষ আবার পৃথিবীতে সন্ত্রাসের কারণ না হয়। অধ্যায় দেখুন |