Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 1:5 - কিতাবুল মোকাদ্দস

5 এজন্য দুষ্টরা বিচারে টিকবে না, গুনাহ্‌গারেরা ধার্মিকদের জমায়েতে দাঁড়াবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 তাই বিচারদিনে দুষ্টরা দাঁড়াতে পারবে না, পাপীরাও ধার্মিকদের সমাবেশে স্থান পাবে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ঈশ্বরের বিচারে তারা পারবে না দাঁড়াতে, ধার্মিকদের সমাবেশে পাপাচারীদের হবে না ঠাঁই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্ম্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 সৎ‌ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে। সেই পাপীরা, বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তাই দুষ্টেরা বিচারের মধ্যে দাঁড়াবে না, পাপীরাও ধার্ম্মিকদের সভার মধ্যে থাকবে না।

অধ্যায় দেখুন কপি




গীত 1:5
12 ক্রস রেফারেন্স  

গর্বিত লোকেরা তোমার সাক্ষাতে দাঁড়াবে না, তুমি সমস্ত দুর্বৃত্তদের ঘৃণা করে থাক।


পরে এরা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে।


তখন তোমরা ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে, যে আল্লাহ্‌র সেবা করে ও যে তাঁর সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখবে।


পরে তিনি বাম দিকে স্থিত লোকদেরকেও বলবেন, ওহে শাপগ্রস্ত লোকেরা, আমার কাছ থেকে দূর হও, শয়তানের ও তার দূতদের জন্য যে অনন্ত আগুন প্রস্তুত করা গেছে, তার মধ্যে যাও।


কিন্তু তোমরা সব সময় জেগে থেকো এবং মুনাজাত করো, যেন এই যেসব ঘটনা হবে তা এড়াতে এবং ইবনুল-ইনসানের সম্মুখে দাঁড়াতে শক্তিমান হও।


আর সমস্ত জাতি তাঁর সম্মুখে একসংগে জমায়েত করা হবে; পরে তিনি তাদের এক জন থেকে অন্য জনকে পৃথক করবেন, যেমন পালরক্ষক ছাগল থেকে ভেড়া পৃথক করে;


যুগের শেষ সময়ে এরকম হবে; ফেরেশতারা এসে ধার্মিকদের মধ্য থেকে দুষ্টদেরকে পৃথক করবেন এবং তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন;


আর ভক্তিহীন লোকেরা তাদের যেসব ভক্তিবিরুদ্ধ কাজ দ্বারা ভক্তিহীনতা দেখিয়েছে এবং ভক্তিহীন গুনাহ্‌গার লোকেরা তাঁর বিরুদ্ধে যেসব শক্ত কথা বলেছে, তার জন্য তাদেরকে দোষী করেন।”


গুনাহ্‌গারদের সঙ্গে আমার প্রাণ নিও না, রক্তপাতী মানুষের সঙ্গে আমার জীবন নিও না।


মাবুদ নিজের পরিচয় দিয়েছেন; তিনি বিচার সাধন করেছেন; নিজের কাজে নিজেই আবদ্ধ হয়েছে। [হিগায়োন। সেলা।]


কে মাবুদের পর্বতে উঠবে? কে তাঁর পবিত্র স্থানে দণ্ডায়মান হবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন