Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 1:4 - কিতাবুল মোকাদ্দস

4 দুষ্টরা সেরকম নয়; কিন্তু তারা বায়ুচালিত তুষের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 কিন্তু দুষ্টরা সেরকম নয়! তারা তুষের মতো যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 কিন্তু দুর্জনেরা তেমন নয় তারা যেন বাতাসের মুখে উড়ে যাওয়া তুষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 দুষ্টগণ সেরূপ নহে; কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 মন্দ লোকরা সে রকম নয়। মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 দুষ্টেরা সেই রকম নয়, কিন্তু বরং তারা তুষের মত যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।

অধ্যায় দেখুন কপি




গীত 1:4
9 ক্রস রেফারেন্স  

তারা বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত, ও ঝটিকা বিতাড়িত তুষের মত হয়?


তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি তাঁর খামার পরিষ্কার করবেন এবং তাঁর গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।


তারা বায়ূচালিত তুষের মত হোক, মাবুদের ফেরেশতা তাদের তাড়া করুন।


লোকবৃন্দ প্রবল বন্যার মত গর্জন করবে, কিন্তু তিনি তাদেরকে ধম্‌ক দেবেন, তাতে তারা দূরে পালিয়ে যাবে এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ তুষের মত, কিংবা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলির মত বিতাড়িত হবে।


এজন্য তারা সকাল বেলার মেঘের মত, খুব ভোরে অন্তর্হিত শিশিরের মত, ঘূর্ণিবাতাস দ্বারা খামার থেকে বাতাসে উড়ে যাওয়া ভুষির মত ও জানালা থেকে বের হওয়া ধোঁয়ার মত হবে।


কিন্তু তোমার দুশমনদের লোক সংখ্যা সূক্ষ্ম ধুলার মত হবে এবং দুর্দান্তদের লোকারণ্য উড়ন্ত ভুষির মত হবে; হঠাৎ এক মুহূর্তের মধ্যেই তা ঘটবে।


যারা আল্লাহ্‌কে ভুলে যায়, সেই সবের একই গতি; আল্লাহ্‌বিহীন লোকের আশা বিনষ্ট হয়।


কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নেই, আমি খোঁজ করলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।


আর আমি এদেরকে উড়িয়ে দেব, যেমন মরুভূমিস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়ে যায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন