Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 1:3 - কিতাবুল মোকাদ্দস

3 সে পানির স্রোতের তীরে লাগানো গাছের মত হবে, যা যথা সময়ে ফল দেয়, যার পাতা ম্লান হয় না; আর সে যা কিছু করে, তাতেই কৃতকার্য হয়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো, যা যথাসময়ে ফল দেয়, এবং যার পাতা শুকিয়ে যায় না, সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সে যেন জলস্রোতের তীরে রোপিত তরু, যথা সময়ে যা হয় ফলবান, চিরসজীব থাকে পত্র যার; সার্থক হয় তার সকল প্রচেষ্টা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না; আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মত হয়। সেই লোক, সেই গাছের মতই হয়, যার পাতা কোনদিন ঝরে যায় না। সে যা কিছু করে, সবই সফল হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সে এমন একটি গাছের মত হবে, যা জলের প্রবাহের কাছে রোপিত যা সঠিক দিনের তার ফল উত্পন্ন করে। যার পাতা শুকিয়ে যায় না; যা কিছু করে তাতে উন্নতিলাভ করবে।

অধ্যায় দেখুন কপি




গীত 1:3
32 ক্রস রেফারেন্স  

সে পানির ধারে লাগানো এমন গাছের মত হবে, যা স্রোতের ধারে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করবে না এবং তার পাতা সতেজ থাকবে; অনাবৃষ্টির বছরের সে নিশ্চিন্ত থাকবে, ফলদানেও নিবৃত্ত হবে না।


আর নদীর ধারে এপারে ওপারে সব রকমের খাবার ফলের গাছ হবে, তার পাতা শুকিয়ে যাবে না ও ফল শেষ হবে না; প্রতিমাসে তার ফল পাকবে, কেননা তার সেচনের পানি পবিত্র স্থান থেকে বের হবে; আর তার ফল খাবারের জন্য ও পাতা সুস্থতার জন্য ব্যবহৃত হবে।


তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে, তারা সরস ও তেজস্বী হবে;


কেউ যদি আমার মধ্যে না থাকে, তা হলে শাখার মত তাকে বাইরে ফেলে দেওয়া যায় ও সে শুকিয়ে যায়; এবং লোকে সেগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেয়, আর সেসব পুড়ে যায়।


তোমার রক্তে তোমার মা পানির ধারে লাগানো আঙ্গুরলতার মত ছিল, সে অনেক পানি পেয়ে ফলবান হয়ে উঠলো ও শাখা-প্রশাখায় পূর্ণ হল।


কারারক্ষক তাঁর হস্তগত কোন বিষয়ে লক্ষ্য করতেন না, কেননা মাবুদ তাঁর সহবর্তী ছিলেন এবং তিনি যা কিছু করতেন মাবুদ তা সফল করতেন।


নদীর এপারে ও ওপারে জীবন-বৃক্ষ আছে তা বারো বার ফল উৎপন্ন করে, এক এক মাসে নিজ নিজ ফল দেয় এবং সেই গাছের পাতা সমস্ত জাতির সুস্থতার জন্য।


সে প্রচুর পানির কাছে উর্বরা ভূমিতে রোপিত হয়েছিল, সুতরাং বহুশাখায় ভূষিতা ও ফলবতী হয়ে উৎকৃষ্ট আঙ্গুরলতা হতে পারত।


কিন্তু সূর্য উঠলে পর পুড়ে গেল এবং তার শিকড় না থাকাতে শুকিয়ে গেল।


আর তিনি তাঁর আল্লাহ্‌র খোঁজ করার জন্য আল্লাহ্‌র গৃহের সেবাকর্ম, ব্যবস্থা ও হুকুম সম্বন্ধে যে কর্মই আরম্ভ করলেন, তা সমস্ত অন্তঃকরণের সঙ্গে করে কৃতকার্য হলেন।


আর মাবুদ তাঁর সহবর্তী আছেন এবং তিনি যা কিছু করেন মাবুদ তাঁর হাতে তা সফল করছেন, এটা তাঁর মালিক দেখলেন।


বাস্তবিক তুমি নিজের হাতের পরিশ্রমের ফল ভোগ করবে, তুমি সুখী হবে ও তোমার মঙ্গল হবে।


তোমরা ধার্মিকের বিষয় বল, তার মঙ্গল হবে; কেননা তারা নিজ নিজ কাজের ফলভোগ করবে।


পানির স্রোতের ধারে যেমন বাইশী গাছ, তেমনি ঘাসের মধ্যে তারা অঙ্কুরিত হবে।


অথচ পানির গন্ধ পেলে তা পল্লবিত হয়, নতুন চারার মত শাখাবিশিষ্ট হয়।


আর ফলের সময় সন্নিকট হলে তিনি নিজের ফল গ্রহণ করার জন্য কৃষকদের কাছে তাঁর গোলামদেরকে প্রেরণ করলেন।


পথের পাশে একটা ডুমুর গাছ দেখে তিনি তার কাছে গেলেন এবং পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, আর কখনও তোমাতে ফল না ধরুক; আর হঠাৎ সেই ডুমুর গাছটা শুকিয়ে গেল।


তারা তোমাদের সঙ্গে ভোজন পান করার সময়ে তোমাদের প্রেম-ভোজে কলঙ্কস্বরূপ, তারা কেবল নিজেদেরই তুষ্ট করে; তারা বায়ু-চালিত পানিহীন মেঘের মত; হেমন্তকালের ফলহীন, দু’বার মৃত ও শিকড় সুদ্ধ উপ্‌ড়ে ফেলা গাছের মত;


সেখানকার ডালপালা শুকিয়ে গেলে ভাঙ্গা যাবে, স্ত্রীলোকেরা এসে তাতে আগুন দেবে। কারণ সেই জাতি নির্বোধ, সেজন্য তার নির্মাতা তার প্রতি করুণা করবেন না, তার গঠনকর্তা তার প্রতি কৃপা করবেন না।


তারা তাঁকে বললো, সেই দুষ্টদেরকে নিদারুণভাবে বিনষ্ট করবেন এবং সেই ক্ষেত এমন অন্য কৃষকদেরকে জমা দেবেন, যারা ফলের সময়ে তাঁকে ফল দেবে।


এখন, হে আমার পুত্র, মাবুদ তোমার সহবর্তী হোন এবং তিনি তোমার বিষয়ে যেমন বলেছেন, সেই অনুসারে তুমি কৃতকার্য হও ও তোমার আল্লাহ্‌ মাবুদের গৃহ নির্মাণ কর।


আর পথিকেরা বলে না, মাবুদের দোয়া তোমাদের প্রতি বর্তুক! আমরা মাবুদের নামে তোমাদের দোয়া করি।


তাতে অনেক লোক জেরুশালেমে মাবুদের উদ্দেশে নৈবেদ্য আনলো এবং এহুদার বাদশাহ্‌ হিষ্কিয়ের কাছে বহুমূল্য দ্রব্য আনলো; তাতে সেই সময় থেকে তিনি সকল জাতির দৃষ্টিতে উন্নত হলেন।


সেগুলো উপত্যকার মত বিস্তৃত, নদীর তীরের বাগানের মত, মাবুদের রোপিত অগুরু গাছের মত, জলাশয়ের তীরে এরস গাছের মত।


মাবুদ হুকুম দিয়ে তোমার গোলাঘর সম্বন্ধে ও তুমি যে কোন কাজে হাত দাও, সে সম্বন্ধে দোয়াকে তোমার সহচর করবেন। তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দিচ্ছেন, সেখানে তোমাকে দোয়া করবেন।


আর মাবুদ তাঁর সহবর্তী ছিলেন; তিনি যে কোন স্থানে যেতেন, বুদ্ধিপূর্বক চলতেন; আর তিনি আসেরিয়ার বাদশাহ্‌র অধীনতা অস্বীকার করলেন, তাঁর গোলামী আর করলেন না।


মাবুদ ইসরাইলের জন্য মূসাকে যেসব বিধি ও অনুশাসন দিয়েছেন, সেসব যত্নপূর্বক পালন করলে তুমি কৃতকার্য হবে; তুমি বলবান হও ও সাহস কর; ভয় করো না, নিরাশ হয়ো না।


তুমি কিছু মনস্থ করলে তা তোমার পক্ষে সফল হবে, তোমার পথে আলো আলো প্রদান করবে।


এর দ্বারা প্রচারিত হবে যে, মাবুদ সরল; তিনি আমার শৈল এবং তাঁতে কোন অন্যায় নেই।


আর মাবুদ নিয়ত তোমাকে পথ দেখাবেন, মরুভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার সমস্ত অস্থি বলবান করবেন, তাতে তুমি পানির সেচ দেওয়া বাগানের মত হবে এবং এমন পানির ফোয়ারার মত হবে, যার পানি শুকায় না।


এই কারণে ক্ষেতের সমস্ত গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠলো এবং সে ডাল মেললে প্রচুর পানি পেয়ে সেগুলো বৃদ্ধি পেল ও তার ডাল লম্বা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন