Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 7:23 - কিতাবুল মোকাদ্দস

23 ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব সূয়ারের পুত্র নথনেলের উপহার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

23 এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি ষাঁড়, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল সূয়ারের ছেলে নথনেলের উপহার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাঁচ মেষ, পাঁচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস; ইহা সূয়ারের পুত্র নথনেলের উপহার।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 ও মঙ্গলার্থক বলির জন্য দুটি ষাঁড়, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছরের পাঁচটি ভেড়া দিলেন। এটা সূয়ারের ছেলে নথনেলের উপহার।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 7:23
8 ক্রস রেফারেন্স  

পৌল, আল্লাহ্‌র ইচ্ছায় মসীহ্‌ ঈসার প্রেরিত এবং ভাই তীমথি— কলসীতে যেসব পবিত্র লোক ও বিশ্বস্ত ভাই মসীহে আছেন, তাঁদের সমীপে।


‘আমাকে মঙ্গল-কোরবানীদান করতে হয়েছে, আজ আমি আমার মানত পূর্ণ করেছি;


সোলায়মান মাবুদের উদ্দেশে বাইশ হাজার গরু ও এক লক্ষ বিশ হাজার ভেড়া মঙ্গল-কোরবানী হিসেবে কোরবানী করলেন। এভাবে বাদশাহ্‌ ও সমস্ত বনি-ইসরাইল মাবুদের গৃহ প্রতিষ্ঠা করলেন।


ইষাখরের পক্ষে সূয়ারের পুত্র নথনেল।


তার পাশে ইষাখর-বংশ শিবির স্থাপন করবে এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-বংশের লোকদের নেতা হবে।


গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল;


তৃতীয় দিনে সবূলূন-বংশের লোকদের নেতা হেলোনের পুত্র ইলীয়াব উপহার আনলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন