গণনা পুস্তক 35:26 - কিতাবুল মোকাদ্দস26 কিন্তু সেই নরহন্তা যে আশ্রয়-নগরে পালিয়েছে, কোন সময়ে যদি সে তার সীমার বাইরে যায়, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 “ ‘কিন্তু অভিযুক্ত ব্যক্তি, যেখানে সে পলায়ন করেছিল, সেই আশ্রয়-নগরের সীমানার বাইরে যদি কখনও যায় অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 সেই হত্যাকারী যে অভয় পুরীতে আশ্রয় নেবে কোন সময় সে যদি তার সীমানার বাইরে যায় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কিন্তু সেই নরহন্তা যে আশ্রয়-নগরে পলাইয়াছে, কোন সময়ে যদি তাহার সীমার বহির্ভূত হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26-27 “সেই ব্যক্তি তার শহরের সুরক্ষার সীমানার বাইরে অবশ্যই যাবে না। যদি সে সেই সীমানাগুলোর বাইরে যায়, এবং যদি মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য তাকে ধরতে পারে এবং তাকে হত্যা করে, তাহলে সেই সদস্য এই হত্যার জন্য দোষী হবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 কিন্তু সেই নরহত্যাকারী যে আশ্রয় শহরে পালিয়ে গেছে, কোন দিনের যদি তার সীমানার বাইরে আসে অধ্যায় দেখুন |