Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 34:10 - কিতাবুল মোকাদ্দস

10 পূর্ব সীমার জন্য তোমরা হৎসর-ঐনন থেকে শফাম লক্ষ্য করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমাদের পূর্ব প্রান্তের সীমানার জন্য হৎসর-ঐনন থেকে শফাম পর্যন্ত সরলরেখা বরাবর হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তোমাদের পূর্বদিকের সীমানা হাৎসর এনান থেকে শফাম পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর পূর্ব্ব সীমার নিমিত্ত তোমরা হৎসর-ঐনন হইতে শফাম লক্ষ্য করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হৎসর-ঐননে এবং এটি শফাম পর্যন্ত যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তখন পূর্ব সীমানার জন্য তোমরা হৎসর ঐনন থেকে শফাম লক্ষ্য করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 34:10
5 ক্রস রেফারেন্স  

আর সেই সীমা সিফ্রোণ পর্যন্ত যাবে ও হৎসর-ঐনন পর্যন্ত বিস্তৃত হবে; এ-ই তোমাদের উত্তর সীমা হবে।


পরে সেই সীমা শফাম থেকে ঐনের পূর্ব দিক হয়ে রিব্লা পর্যন্ত নেমে যাবে; সে সীমা নেমে পূর্ব দিকে কিন্নেরৎ হ্রদের তট পর্যন্ত যাবে।


আর পূর্ব সীমা জর্ডানের মোহনা পর্র্যন্ত লবণ সমুদ্র। আর উত্তর দিকের সীমা জর্ডানের মোহনায় সমুদ্রের বাঁক থেকে বৈৎ-হগ্লায় উপরের দিকে উঠে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল,


আর পূর্বপ্রান্ত হৌরণ, দামেস্ক ও গিলিয়দের এবং ইসরাইল-দেশের মধ্যবর্তী জর্ডান; তোমরা উত্তর সীমা থেকে পূর্ব সমুদ্র পর্যন্ত মাপবে; এটা পূর্বপ্রান্ত।


আঙ্গুর-ক্ষেতগুলোর নেতা ছিলেন রামাথীয় শিমিয়ি; এবং আঙ্গুরক্ষেতস্থ আঙ্গুর-রসের ভাণ্ডারের নেতা ছিলেন শিফমীয় সব্দি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন