গণনা পুস্তক 33:7 - কিতাবুল মোকাদ্দস7 এথম থেকে যাত্রা করে বাল-সফোনের সম্মুখস্থ পীহহীরোতে ফিরে মিগ্দোলের সম্মুখে শিবির স্থাপন করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 তারা এথম ত্যাগ করে, পী-হহীরোতের বিপরীতমুখী হয়ে, বায়াল-সফোনের পূর্বপ্রান্তে এল। তারপর মিগ্দোলের কাছে ছাউনি স্থাপন করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এথাম থেকে বেল্-সফোনের পূর্ব দিকে পি-হাহিরোত-এ ফিরে গিয়ে মিগদোলের সম্মুখে ছাউনি ফেলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 এথম হইতে যাত্রা করিয়া বাল-সফোনের সম্মুখস্থ পী-হহীরোতে ফিরিয়া মিগ্দোলের সম্মুখে শিবির স্থাপন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তারা এথম ত্যাগ করে পী-হহীরোতের দিকে যাত্রা করেছিল। এই জায়গাটি বাল-সফোনের কাছে ছিল। লোকরা মিগ্দোলের কাছে শিবির স্থাপন করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 এথম থেকে যাত্রা করে বাল-সফোনের সামনে অবস্থিত পী-হহীরোতে ফিরে মিগদোলের সামনে শিবির স্থাপন করল। অধ্যায় দেখুন |