গণনা পুস্তক 32:30 - কিতাবুল মোকাদ্দস30 কিন্তু যদি তারা সশস্ত্র হয়ে তোমাদের সঙ্গে পার না হয়, তবে তারা তোমাদের মধ্যে কেনান দেশে অধিকার পাবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ30 কিন্তু সশস্ত্র হয়ে তারা যদি তোমাদের সঙ্গে জর্ডন অতিক্রম না করে, তাহলে তারা অবশ্যই তাদের স্বত্বাধিকার, কনানে, তোমাদের সঙ্গে লাভ করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 কিন্তু যদি তারা সশস্ত্র হয়ে তোমাদের সঙ্গে নদী পেরিয়ে না যায় তাহলে তারা তোমাদের সঙ্গে কনান দেশেই তাদের স্বত্বাধিকার পাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 কিন্তু যদি তাহারা সসজ্জ হইয়া তোমাদের সহিত পার না হয়, তবে তাহারা তোমাদের মধ্যে কনান দেশে অধিকার পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 তারা প্রতিজ্ঞা করেছে যে কনান দেশ অধিকার করতে তারা তোমাদের সাহায্য করবে। কিন্তু যদি তারা তোমাদের সৈন্যদের সঙ্গে পার না হয় তাহলে তারা কেবলমাত্র কনানে একটি অপেক্ষাকৃত ছোট জমির অংশ পাবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 কিন্তু যদি তারা সজ্জিত হয়ে তোমাদের সঙ্গে পার না হয়, তবে তারা তোমাদের মধ্যে কনান দেশের অধিকার পাবে।” অধ্যায় দেখুন |