Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 32:2 - কিতাবুল মোকাদ্দস

2 পরে গাদ-বংশের লোকেরা ও রূবেণ-বংশের লোকেরা এসে মূসা, ইমাম ইলিয়াসর ও মণ্ডলীর নেতৃবর্গকে বললো,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তারা মোশি, ও যাজক ইলিয়াসর এবং সমাজের নেতৃবর্গের কাছে এল এবং বলল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তখন গাদ ও রূবেণ বংশের লোকেরা এসে মোশি, পুরোহিত ইলিয়াসর এবং জনমণ্ডলীর নেতৃবৃন্দের কাছে আবেদন জানাল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে গাদ-সন্তানগণ ও রূবেণ-সন্তানগণ আসিয়া মোশিকে, ইলিয়াসর যাজককে ও মণ্ডলীর অধ্যক্ষগণকে কহিল, অটারোৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সেই কারণে রূবেণ এবং গাদের পরিবারগোষ্ঠীর লোকরা মোশি, যাজক ইলিয়াসর এবং লোকদের নেতাদের সঙ্গে কথা বলল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পরে গাদ সন্তানরা ও রূবেণ সন্তানরা এসে মোশিকে, ইলীয়াসর যাজককে ও মণ্ডলীর শাসনকর্তাদেরকে বলল,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 32:2
6 ক্রস রেফারেন্স  

আর যদি কোন শাসনকর্তা গুনাহ্‌ করে, অর্থাৎ ভুলবশত তার আল্লাহ্‌ মাবুদের হুকুমে নিষেধ আছে এমন কোন কাজ করে দোষী হয়,


রূবেণ-বংশের লোকদের ও গাদ-বংশের লোকদের বিস্তর পশুধন ছিল; তারা যাসের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করে দেখলো, সেই স্থান পশু-পালনের উপযুক্ত স্থান।


অটারোৎ, দীবোন, যাসের, নিম্রা, হিষ্‌বোন, ইলিয়ালী, সেবাম, নবো ও বিয়োন,


তুমি কেন মেষবাথানের মধ্যে বসলে? কি ভেড়ার রাখালদের বাঁশীর বাজনা শুনবার জন্য? রূবেণ-বংশধরদের মধ্যে গুরুতর চিত্ত পরীক্ষা হল।


এখন অধিকার হিসেবে নয়টি বংশকে ও মানশার অর্ধেক বংশকে এই দেশ ভাগ করে দাও।


এভাবে বনি-ইসরাইল গুলিবাঁট করে লেবীয়দেরকে এসব নগর ও সেগুলোর চারণ-ভূমি দিল, যেমন মাবুদ মূসার দ্বারা হুকুম দিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন