গণনা পুস্তক 31:54 - কিতাবুল মোকাদ্দস54 পরে মূসা ও ইমাম ইলিয়াসর সহস্রপতি ও শতপতিদের কাছ থেকে সেই সোনা গ্রহণ করলেন এবং মাবুদের সম্মুখে বনি-ইসরাইলদের স্মরণ করার চিহ্ন হিসেবে তা জমায়েত-তাঁবুতে আনলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ54 মোশি ও যাজক ইলিয়াসর সেই সোনা, সহস্র সেনা অধিনায়ক ও শত সেনা অধিনায়কদের কাছ থেকে গ্রহণ করে এবং সদাপ্রভুর সামনে ইস্রায়েলীদের জন্য স্মারকরূপে সমাগম তাঁবুতে নিয়ে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 মোশি ও পুরোহিত ইলিয়াসর সহস্র ও শত সৈন্যের নায়কদের কাছ থেকে সেই স্বর্ণালঙ্কারগুলি গ্রহণ করে সম্মিলন শিবিরে নিয়ে এলেন এবং ইসরায়েলীদের স্মারকচিহ্ন রূপে সেগুলি প্রভু পরমেশ্বরের সম্মুখে রাখলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 পরে মোশি ও ইলিয়াসর যাজক সহস্রপতিদের ও শতপতিদের নিকট হইতে সেই স্বর্ণ গ্রহণ করিলেন, এবং সদাপ্রভুর সম্মুখে ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থক চিহ্নরূপে তাহা সমাগম-তাম্বুতে আনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 প্রতি 1000 জন পুরুষের উর্দ্ধতন নেতাদের কাছ থেকে এবং প্রতি 100 জন পুরুষের উর্দ্ধতন নেতাদের কাছ থেকে সোনা নিয়ে মোশি এবং যাজক ইলিয়াসর সেই সোনা সমাগম তাঁবুতে রাখলেন। প্রভুর সামনে এই উপহার ইস্রায়েলের লোকদের জন্য স্মৃতিচিহ্ন হিসাবে ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী54 মোশি ও ইলীয়াসর যাজক সহস্রপতিদের ও শতপতিদের কাছ থেকে সেই সোনা গ্রহণ করলেন এবং সদাপ্রভুর সামনে ইস্রায়েল সন্তানদের স্মরণের চিহ্ন হিসাবে তা সমাগম তাঁবুতে আনলেন। অধ্যায় দেখুন |