Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:6 - কিতাবুল মোকাদ্দস

6 তুমি লেবি-বংশকে এনে ইমাম হারুনের সম্মুখে উপস্থিত কর; তারা তার পরিচর্যা করবে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 “লেবি গোষ্ঠীকে নিয়ে এসো ও যাজক হারোণকে সাহায্য করার জন্য তাদের তার কাছে উপস্থিত করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তুমি লেবি গোষ্ঠীর লোকদের পুরোহিত হারোণের সম্মুখে উপস্থিত কর। তারা তার অধীনে কাজ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তুমি লেবি বংশকে আনিয়া হারোণ যাজকের সম্মুখে উপস্থিত কর; তাহারা তাহার পরিচর্য্যা করিবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “লেবীর পরিবারগোষ্ঠীকে নিয়ে এসো। তাদের সবাইকে যাজক হারোণের কাছে নিয়ে এসো। তারাই হারোণকে সাহায্য করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 “তুমি লেবি বংশকে এনে হারোণ যাজকের সামনে উপস্থিত কর; তারা তাকে সাহায্য করবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:6
18 ক্রস রেফারেন্স  

আর তোমরা জানবে, লেবির সঙ্গে যেন আমার নিয়ম থাকে, সেজন্য আমি তোমাদের কাছে এই হুকুম পাঠালাম, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।


সেই সময়ে মাবুদের শরীয়ত-সিন্দুক বহন করতে, মাবুদের পরিচর্যা করার জন্য তাঁর সাক্ষাতে দাঁড়াতে এবং তাঁর নামে দোয়া করতে মাবুদ লেবির বংশকে পৃথক করলেন, আজও পর্যন্ত তারা তা করে আসছে।


কিন্তু লেবীয়দের বনি-ইসরাইলদের মধ্যে গণনা করা হল না, যেমন মাবুদ মূসাকে হুকুম করেছিলেন।


পরে জমায়েত-তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্তী হয়ে অগ্রসর হবে; যারা যেমনিভাবে শিবির স্থাপন করবে, তারা তেমনি নিজ নিজ শ্রেণীতে নিজ নিজ নিশানের পাশে পাশে থেকে চলবে।


আর মাবুদ মূসাকে বললেন,


আর তারা যেন জমায়েত-তাঁবুর রক্ষণীয় দ্রব্য ও পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য এবং আল্লাহ্‌র গৃহের সেবাকর্মের জন্য নিজেদের জ্ঞাতি হারুন-বংশের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে।


হে আমার সন্তানেরা, তোমরা এখন শিথিল হয়ো না, কেননা তোমরা যেন মাবুদের সম্মুখে দাঁড়িয়ে তাঁর পরিচর্যা কর এবং তাঁর পরিচারক হও ও ধূপ জ্বালাও, এজন্য তিনি তোমাদেরকেই মনোনীত করেছেন।


আর জেরুশালেমে আল্লাহ্‌র সেবাকর্মের জন্য ইমামদেরকে তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল— যেমন মূসার কিতাবে লেখা আছে।


আর দেখ, লেবীয়রা যে সেবাকর্ম করছে, জমায়েত-তাঁবু সম্বন্ধীয় তাদের সেই সেবাকর্মের বেতনরূপে আমি তাদের অধিকার হিসেবে ইসরাইলের মধ্যে সমস্ত দশ ভাগের এক ভাগ দিলাম।


সেই নিযুক্ত লোকেরা ও তাঁদের সন্তানরা এই— কহাতীয়দের সন্তানদের মধ্যে হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;


সেই সময়ে দাউদ বললেন, আল্লাহ্‌র সিন্দুক বহন করা লেবীয়দের ছাড়া আর কারো কর্তব্য নয়, কেননা আল্লাহ্‌র সিন্দুক বইতে ও চিরকাল তাঁর পরিচর্যা করতে মাবুদ তাদেরকেই মনোনীত করেছেন।


কেননা আল্লাহ্‌র গৃহের সেবাকর্মের জন্য তাদের পদ হারুন-সন্তানদের অধীন; (তা এই এই বিষয় সম্বন্ধীয়,) প্রাঙ্গণ ও সমস্ত কুঠরী, পবিত্র বস্তুগুলোর পাক-পবিত্রকরণ, আল্লাহ্‌র গৃহের সেবাকর্ম সম্পাদন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন