Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:27 - কিতাবুল মোকাদ্দস

27 কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হেবরনীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

27 কহাতের অন্তর্গত ছিল অম্রামীয়, যিষ্‌হরীয়, হিব্রোণীয় এবং উষীয়েলীয় গোষ্ঠী; এরাই ছিল কহাৎ গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 কোহাৎ থেকে উৎপন্ন হল অম্রামী, যিষহরী, হিব্রোণী এবং উষিয়েলী গোষ্ঠী। এরা সকলেই কোহাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 কহাতের পরিবারের অন্তর্ভুক্ত ছিল অম্রাম, যিষহর, হিব্রোণ এবং উষীয়েলের পরিবার। তারা কহাতের পরিবারগোষ্ঠীতে ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 কহাৎ থেকে অম্রামীয় গোষ্ঠী, যিষ্‌হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীর গোষ্ঠী উৎপন্ন হল; এরা কহাতীয়দের গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:27
9 ক্রস রেফারেন্স  

অম্রামীয়, যিষ্‌হরীয় হেবরনীয় ও ঊষীয়েলীয়দের মধ্যে


কহাতের পুত্র অম্রাম, যিষহ্‌র, হেবরন ও ঊষীয়েল, এই চার জন।


আর নিজ নিজ গোষ্ঠী অনুসারে কহাতীয়দের নাম অম্রাম, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল।


জমায়েত-তাঁবুর দ্বারের পর্দা, প্রাঙ্গণের পর্দা, শরীয়ত-তাঁবুর ও কোরবানগাহের চারদিকের প্রাঙ্গণ-দ্বারের পর্দা এবং সমস্ত সেবাকাজের জন্য দড়ি।


এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যা অনুসারে এরা আট হাজার ছয় শত জন, এরা পবিত্র স্থানের রক্ষক।


হেবরনীয়দের মধ্যে হশবিয় ও তার ভাইয়েরা এক হাজার সাত শত বীরপুরুষ মাবুদের সকল কাজে ও বাদশাহ্‌র সেবাকর্মে জর্ডানের এপারে পশ্চিম দিকে ইসরাইলে নিযুক্ত হল।


তোমরা লেবির সন্তানদের মধ্যে নিজ নিজ গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতীয়দেরকে,


আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁট দ্বারা আফরাহীম-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং দান বংশ ও মানশার অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।


পরে তিনি আমাকে বললেন, যে ইমামেরা এবাদতখানার দেখাশোনার কাজ করে, এই দক্ষিণমুখী কুঠরী তাদের হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন