Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 3:2 - কিতাবুল মোকাদ্দস

2 হারুনের পুত্রদের নাম এই— তাঁর প্রথম সন্তান ছিলেন নাদব, পরে অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 হারোণের ছেলেদের নাম হল, প্রথমজাত নাদব, তারপর অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হারোণের পুত্রদের নাম - জ্যেষ্ঠ নাদব, পরে অবিহু, ইলিয়াসর ও ইথামর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হারোণের পুত্রগণের এই এই নাম; প্রথমজাত নাদব, পরে অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হারোণের চার পুত্র ছিল। নাদব ছিল জ্যেষ্ঠ পুত্র। বাকী তিনজন হল অবীহূ, ইলীয়াসর এবং ঈথামর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 হারোণের ছেলেদের নাম ছিল; প্রথমজাত নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 3:2
8 ক্রস রেফারেন্স  

হারুন অম্মীনাদবের কন্যা নহোশনের বোন ইলীশেবাকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামরকে প্রসব করলেন।


হারুন থেকে নাদব ও অবীহূ এবং ইলিয়াসর ও ঈথামর জন্মগ্রহণ করেছিল।


হারুন-বংশের পালার কথা। হারুনের পুত্র নাদোব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।


ইমরানের সন্তান হারুন, মূসা এবং মরিয়ম; আর হারুনের সন্তান নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।


আর তুমি আমার ইমাম হবার জন্য বনি-ইসরাইলদের মধ্য থেকে তোমার ভাই হারুন ও তার সঙ্গে তার পুত্রদেরকে তোমার কাছে উপস্থিত করবে। হারুন এবং হারুনের পুত্র নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামরকে উপস্থিত করবে।


আর হারুনের পুত্র নাদব ও অবীহূ নিজ নিজ ধূপদানী নিয়ে তাতে আগুন রাখল ও তার উপরে ধূপ দিয়ে মাবুদের সম্মুখে তাঁর হুকুম লঙ্ঘন করে অবৈধ আগুন নিবেদন করলো।


পরে মূসা হারুন ও তাঁর অবশিষ্ট দুই পুত্র ইলীয়াসর ও ঈথামরকে বললেন, মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর অবশিষ্ট যে শস্য-উৎসর্গ আছে, তা নিয়ে গিয়ে তোমরা কোরবানগাহ্‌র পাশে বিনা খামিতে ভোজন কর, কেননা তা অতি পবিত্র।


কিন্তু নাদব ও অবীহূ তাদের পিতার আগে ইন্তেকাল করলো এবং তাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ও ঈথামর ইমাম হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন