গণনা পুস্তক 25:15 - কিতাবুল মোকাদ্দস15 আর ঐ নিহত মাদিয়ানীয়া স্ত্রীর নাম কস্বী, সে সূরের কন্যা; ঐ সূর ছিল মাদিয়ানীয়দের এক জন গোষ্ঠী প্রধান। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 আর সেই মিদিয়নীয় স্ত্রীলোক, যাকে হত্যা করা হয়েছিল, তার নাম কস্বী। সে মিদিয়ন বংশের জনৈক গোষ্ঠীর প্রধান, সূর-এর মেয়ে ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 ঐ নিহত মিদিয়নী নারীর নাম কজবি, সে ছিল সুর নামক মিদিয়নীদের এক গোষ্ঠী প্রধানের কন্যা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর ঐ হতা মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্বী, সে সূরের কন্যা; ঐ সূর মিদিয়নের মধ্যে এক পিতৃকুলস্থ লোকদিগের অধ্যক্ষ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যে মিদিয়নীয়া স্ত্রীলোকটি হত হয়েছিল তার নাম ছিল কস্বী। সে ছিল সূরের কন্যা। সূর একটি পরিবারের কর্তা ছিলেন এবং একটি মিদিয়নীয় পরিবারগোষ্ঠীর নেতা ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্বী, সে সূরের মেয়ে, ঐ সূর মিদিয়নের মধ্যে এক গোষ্ঠীর প্রধান ছিল। অধ্যায় দেখুন |