Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 25:1 - কিতাবুল মোকাদ্দস

1 পরে ইসরাইল শিটীমে বাস করলো, আর লোকেরা মোয়াবের কন্যাদের সঙ্গে জেনায় লিপ্ত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 শিটিমে অবস্থানকালে ইস্রায়েলীরা, মোয়াবীয় স্ত্রীলোকদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হল,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 শিটিম-এ বসতি করার সময় ইসরয়েলীরা মোয়াব দেশের রমণীদের সঙ্গে অবৈধ সংসর্গে লিপ্ত হতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচার করিতে প্রবৃত্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 শিটীমের কাছে ইস্রায়েলের লোকরা শিবির স্থাপন করেছিল। সেই সময় ইস্রায়েলের লোকরা মোয়াবের স্ত্রীলোকের সঙ্গে যৌন পাপে লিপ্ত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ইস্রায়েল শিটীমে বাস করল এবং লোকেরা মোয়াবের মেয়েদের সঙ্গে ব্যভিচার করতে শুরু করল।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 25:1
22 ক্রস রেফারেন্স  

আর যেমন তাদের মধ্যে কতগুলো লোক জেনা করেছিল এবং এক দিনে তেইশ সহস্র লোক মারা পড়েছিল, আমরা যেন তেমনি জেনা না করি।


আর নূনের পুত্র ইউসা শিটীম থেকে দু’জন গোয়েন্দাকে গোপনে এই কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও জেরিকো নগর নিরীক্ষণ কর। তখন তারা গিয়ে রাহব নাম্নী এক জন পতিতার বাড়িতে প্রবেশ করে সেই স্থানে রাত্রি যাপন করলো।


সেখানে জর্ডানের কাছে বৈৎ-যিশীমোৎ থেকে আবেল-শিটীম পর্যন্ত মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করে রইলো।


তবুও তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কেননা সেই স্থানে তোমার কাছে বালামের শিক্ষাবলম্বী কয়েকজন লোক আছে; সেই বালাম বনি-ইসরাইলদের সম্মুখে বাধাজনক পাথর ফেলে রাখতে বালাককে শিক্ষা দিয়েছিল, যেন তারা মূর্তির কাছে উৎসর্গ-করা খাবার ভোজন ও পতিতা-গমন করে।


হে আমার লোকেরা, একবার স্মরণ কর, মোয়াবের বাদশাহ্‌ বালাক কি মন্ত্রণা করেছিল ও বিয়োরের পুত্র বালাম তাকে কি উত্তর দিয়েছিল; শিটীম থেকে গিল্‌গল পর্যন্ত কি ঘটেছিল, স্মরণ কর, যেন তোমরা মাবুদের করা উদ্ধারের কাজগুলোর কথা জানতে পার।


পরে ইউসা প্রত্যুষে উঠে সমস্ত বনি-ইসরাইলদের সঙ্গে শিটীম থেকে যাত্রা করে জর্ডান সমীপে উপস্থিত হলেন, কিন্তু তখন পার না হয়ে সেই স্থানে রাত্রি যাপন করলেন।


তাতে মৃত্যুর চেয়েও তিক্ত পদার্থ পেলাম, অর্থাৎ সেই স্ত্রীলোক, যার অন্তঃকরণ ফাঁদ, জাল ও হাত শিকলস্বরূপ; যে ব্যক্তি আল্লাহ্‌র প্রীতিজনক, সে তা থেকে রক্ষা পাবে, কিন্তু গুনাহ্‌গার তার দ্বারা ধৃত হবে।


কি জানি, তুমি সেই দেশবাসী লোকদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে; তা করলে যে সময়ে তারা নিজের দেবতাদের পিছনে চলে জেনা করে ও নিজের দেবতাদের কাছে কোরবানী করে, সেই সময়ে কেউ তোমাকে ডাকলে তুমি তার কোরবানীর জিনিস খাবে;


তুমি মাদিয়ানীয়দেরকে কষ্ট দাও ও আঘাত কর।


তুমি বনি-ইসরাইলদের জন্য মাদিয়ানীয়দেরকে প্রতিফল দাও; তারপর তুমি তোমার পূর্বপুরুষদের কাছে গৃহীত হবে।


এভাবে আমরা বৈৎ-পিয়োরের সম্মুখস্থিত উপত্যকায় বসবাস করলাম।


বাল-পিয়োরের বিষয়ে মাবুদ যা করেছিলেন তা তোমরা স্বচক্ষে দেখেছ; ফলত তোমার আল্লাহ্‌ মাবুদ বাল-পিয়োরের অনুগামী প্রত্যেক জনকে তোমার মধ্য থেকে বিনষ্ট করেছিলেন;


যা তাদের কোরবানীর চর্বি ভোজন করতো, তাদের পেয় উৎসর্গের আঙ্গুর-রস পান করতো? তারাই উঠে তোমাদের সাহায্য করুক, তারাই তোমাদের আশ্রয় হোক।


যে অপরাধের জন্য মাবুদের মণ্ডলীর মধ্যে মহামারী হয়েছিল এবং যা থেকে আমরা আজও পাক-সাফ হই নি, পিয়োর-বিষয়ক সেই অপরাধ কি আমাদের পক্ষে ক্ষুদ্র?


আর মোয়াবে, অম্মোনীয়দের মধ্যে ইদোমে ও অন্যান্য দেশে যেসব ইহুদী ছিল, তারা যখন শুনলো যে, ব্যাবিলনের বাদশাহ্‌ এহুদার একটি অংশ অবশিষ্ট রেখেছেন এবং শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়কে তাদের উপরে নিযুক্ত করেছেন,


তবুও সেই সন্তানেরা আমার বিরুদ্ধাচারী হল; তারা আমার বিধিপথে চললো না এবং আমার অনুশাসনগুলো পালন করার জন্য সতর্ক হল না, যা পালন করলে তা দ্বারা মানুষ বাঁচে; তারা আমার বিশ্রামবারও নাপাক করলো; তখন আমি বললাম, আমি তাদের উপরে আমার গজব ঢেলে দেব, মরুভূমিতে তাদের উপর আমার ক্রোধ সাধন করবো।


আমি মরুভূমিতে আঙ্গুর ফলের মত ইসরাইলকে পেয়েছিলাম; আমি ডুমুর গাছের আগাম পাকা ফলের মত তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম; কিন্তু তারা বাল-পিয়োরের কাছে গিয়ে সেই লজ্জাস্পদের উদ্দেশে নিজেদের পৃথক করলো এবং নিজেরা সেই ভালবাসার বস্তুর মত জঘন্য হয়ে পড়লো।


পশুর সঙ্গে জেনাকারী ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে।


পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা;


আর তিনি মাবুদের গৃহে স্থাপিত পুংগামীদের সেসব কুঠরী ভেঙ্গে ফেললেন, যেখানে স্ত্রীলোকেরা আশেরার জন্য কাপড় বুনত।


তারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হল, মৃতদের উদ্দেশে করা উৎসর্গ ভোজন করলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন