Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 24:3 - কিতাবুল মোকাদ্দস

3 তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বিয়োরের পুত্র বালাম বলছে, যার চোখ খোলা, সেই পুরুষ বলছে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োরতনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ সেই ব্যক্তি বলছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন বিলিয়ম এই ভাববানী বললেন: “বিয়োরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা। আমি যা কিছু স্পষ্ট দেখলাম সে সম্পর্কে বলছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সে তাঁর ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে,

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 24:3
9 ক্রস রেফারেন্স  

যে আল্লাহ্‌র কালাম শোনে, যে আল্লাহ্‌তা’লার তত্ত্ব জানে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে সেজদায় পড়েছে ও যার চোখ খুলে গেছে সে বলছে;


তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বালাক অরাম দেশ থেকে আমাকে আনালেন, মোয়াবের বাদশাহ্‌ পূর্ব দিকের পর্বতমালা থেকে আনালেন; এসো, আমার জন্য ইয়াকুবকে অভিশাপ দাও, এসো, ইসরাইলকে বদদোয়া দাও।


যে আল্লাহ্‌র কালাম শোনে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে সেজদায় পড়েছে ও যার চোখ খুলে গেছে সে বলছে;


তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, উঠ, বালাক, শোন; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কান দাও;


তখন মাবুদ বালামের চোখ খুলে দিলেন, তাতে সে দেখলো, মাবুদের ফেরেশতা উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে পথের মধ্যে দাঁড়িয়ে আছেন; তখন সে মাথা নত করে উবুড় হয়ে পড়লো।


পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো; বিয়োরের পুত্র বালাম বলছে, যার চোখ খোলা রয়েছে, সেই পুরুষ বলছে;


পরে আইউব পুনর্বার কথা প্রসঙ্গে বললেন,


তখন তিনি বললেন, আমি সমস্ত ইসরাইলকে অরক্ষক ভেড়ার পালের মত পর্বতমালার উপরে ছিন্নভিন্ন দেখলাম এবং মাবুদ বললেন, ওদের মালিক নেই; ওরা প্রত্যেকে সহিসালামতে নিজ নিজ বাড়িতে ফিরে যাক।


আর মীখায় বললেন, এজন্য আপনি মাবুদের কালাম শুনুন; আমি দেখলাম, মাবুদ তাঁর সিংহাসনে উপবিষ্ট, আর তাঁর ডানে ও বামে তাঁর কাছে বেহেশতের সমস্ত বাহিনী দণ্ডায়মান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন