Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 24:20 - কিতাবুল মোকাদ্দস

20 পরে সে আমালেকের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো, আমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ হবে এর সর্বশেষ পরিণাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

20 পরে বিলিয়ম অমালেকের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “অমালেক জাতিসমূহের মধ্যে অগ্রগণ্য ছিল, কিন্তু বিনাশই হবে তার পরিণতি।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 এর পরে তিনি অমালেকীদের দিকে তাকিয়ে বললেনঃ সকল জাতির মাঝে অমালেক-ই ছিল অগ্রগণ্য, কিন্তু ধ্বংসই হবে তার পরিণাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 পরে সে অমালেকের প্রতি দৃষ্টি করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, অমালেক জাতিগণের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ ইহার শেষ দশা হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 এরপর বিলিয়ম অমালেকীয়দের দেখতে পেয়ে এই ভাববাণী বললেন: “সকল জাতির মধ্যে অমালেক হচ্ছে সব থেকে শক্তিশালী। কিন্তু শেষে তারাও ধ্বংস হয়ে যাবে!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তখন বিলিয়ম অমালেকের দিকে তাকিয়ে তার ভাববাণী শুরু করল। সে বলল, “অমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ এর শেষ দশা হবে।”

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 24:20
18 ক্রস রেফারেন্স  

পরে মাবুদ মূসাকে বললেন, এই কথা স্মরণে রাখার জন্য কিতাবে লেখ এবং ইউসার কর্ণগোচরে আন; কেননা আমি আসমানের নিচে থেকে আমালেকের নাম নিঃশেষে মুছে ফেলবো।


পরে বাদশাহ্‌ তা করতে হুকুম দিলেন এবং সেই হুকুম শূশনে প্রচারিত হল, তাতে লোকেরা হামনের দশ পুত্রকে ফাঁসি দিল।


ঐ সমস্ত ঘটনার পরে বাদশাহ্‌ জারেক্স অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে উন্নত করলেন, উঁচু পদ দিলেন এবং তার সঙ্গী সমস্ত কর্মকর্তার চেয়ে তাকে শ্রেষ্ঠ আসন দিলেন।


আর আমালেকীয়দের যে লোকেরা পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছিল, তাদের আক্রমণ করে সেই স্থানে বসতি করলো; আজও তারা সেখানে বসতি করছে।


দাউদ সন্ধ্যাকাল থেকে পরদিনের সন্ধ্যা পর্যন্ত তাদের আক্রমণ করলেন; তাদের মধ্যে এক জনও রক্ষা পেল না, কেবল চার শত যুবক উটে চড়ে পালিয়ে গেল।


দাউদ ও তাঁর লোকেরা তৃতীয় দিনে সিক্লগে উপস্থিত হলেন। ইতোমধ্যে আমালেকীয়েরা দক্ষিণ অঞ্চলে ও সিক্লগে চড়াও হয়েছিল, সিক্লগে আঘাত করে তা আগুনে পুড়িয়ে দিয়েছিল।


তিনি বীরত্বের সঙ্গে কাজ করতেন, আমালেককে আঘাত করলেন এবং লুণ্ঠনকারীদের হাত থেকে ইসরাইলকে উদ্ধার করলেন।


আর এরকম হত, ইসরাইলরা বীজ বপন করার পর মাদিয়ানীয় ও আমালেকীয়েরা এবং পূর্বদেশের লোকেরা তাদের বিরুদ্ধে আসত,


আর তিনি বললেন, মাবুদের সিংহাসনের উপরে হাত উত্তোলিত হয়েছে; পুরুষানুক্রমে আমালেকের সঙ্গে মাবুদের যুদ্ধ হবে।


ঐ সময়ে আমালেক এসে রফীদীমে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করতে লাগল।


ইসের পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক জন উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য আমালেককে প্রসব করলো। এরা ইসের স্ত্রী আদার সন্তান।


তার কলস থেকে পানি উথলে উঠবে, তার বীজ অনেক পানিতে সিক্ত হবে, তার বাদশাহ্‌ অগাগের চেয়েও মহান হবেন, তার রাজ্য উন্নত হবে।


ইয়াকুব থেকে উৎপন্ন এক জন কর্তৃত্ব করবেন, নগরের অবশিষ্ট লোকদেরকে বিনষ্ট করবেন।


কিন্তু সাইপ্রাসের তীর থেকে জাহাজ আসবে, তারা আশেরিয়াকে জুলুম করবে, এবরকে নির্যাতন করবে, কিন্তু তারও বিনাশ ঘটবে।


বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, ইসরাইলের প্রতি আমালেক যা করেছিল, মিসর থেকে তাদের আসার সময়ে সে পথের মধ্যে তাদের বিরুদ্ধে যেরকম ঘাঁটি বসিয়েছিল আমি তা লক্ষ্য করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন