গণনা পুস্তক 23:30 - কিতাবুল মোকাদ্দস30 তখন বালাক বালামের কথানুযায়ী কাজ করলেন এবং প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ30 বিলিয়মের কথামতো বালাক তাই করলেন এবং প্রত্যেকটি বেদির উপরে একটি করে ষাঁড় ও একটি মেষ উৎসর্গ করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 বালাক বিলিয়মের নির্দেশ মতই কাজ করলেন এবং প্রত্যেক বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তখন বালাক বিলিয়মের কথানুযায়ী কর্ম্ম করিলেন, এবং প্রত্যেক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 বিলিয়ম যা করতে বলেছিলেন বালাক ঠিক তাই করলেন। বালাক বেদীগুলোর ওপরে ষাঁড় ও মেষগুলোকে উৎসর্গ করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তখন বালাক বিলিয়মের কথা অনুযায়ী কাজ করলেন এবং প্রত্যেক বেদিতে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া উৎসর্গ করলেন। অধ্যায় দেখুন |