Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 21:28 - কিতাবুল মোকাদ্দস

28 কেননা হিষ্‌বোন থেকে আগুন, সীহোনের নগর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্‌ নগরকে, অর্ণোনের মালভূমির অধিপতিদের গ্রাস করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

28 “হিষ্‌বোন থেকে অগ্নি, সীহোনের নগর থেকে নির্গত হল এক বহ্নিশিখা, তা মোয়াবের আর্ ও অর্ণোনের উচ্চভূমির নাগরিকদের বিনাশ করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 কেননা হিষ্‌বোণে প্রজ্বলিত অগ্নি, সিহোনের রাজ ধানী থেকে নির্গত বহ্নিশিখা গ্রাস করল মোয়াবের অর্ নগরী, নিশ্চিহ্ন করল অর্ণোনের মালভূমির অধিপতিদের।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 কেননা হিষ্‌বোন হইতে অগ্নি, সীহোনের নগর হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে; তাহা মোয়াবের আর নগরকে, অর্ণোনস্থ উচ্চস্থলীর নাথগণকে গ্রাস করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 হিষ্বোনে এক আগুন শুরু হয়েছিল। সেই আগুন সীহোনের শহরেও উদ্ভুত হয়েছিল। মোয়াবের আর নামে শহরটি সেই আগুনে ভস্মীভূত হয়েছিল। অর্ণোন নদীর ওপরের পর্বতটিকেও সেই আগুন পুড়িয়ে দিয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 কারণ হিষ্‌বোন থেকে আগুন, সীহোনের শহর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্‌ শহরকে, অর্ণোনের অধিপতি নাথদেরকে গিলে ফেলেছে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 21:28
20 ক্রস রেফারেন্স  

এবং উপত্যকাগুলোর পাশের ভূমি, যা আর্‌ নামক লোকালয়ের অভিমুখী এবং মোয়াবের সীমার পাশে অবস্থিত।


অতএব আমি এহুদার উপরে আগুন নিক্ষেপ করবো, তা জেরুশালেমের অট্টালিকাগুলো গ্রাস করবে।


অতএব আমি মোয়াবের উপরে আগুন নিক্ষেপ করবো, তা করিয়োতের অট্টালিকাগুলো গ্রাস করবে, এবং কোলাহল, সিংহনাদ ও তুরীধ্বনি সহকারে মোয়াব প্রাণত্যাগ করবে;


অতএব আমি রব্বার প্রাচীরে আগুন জ্বালাবো, তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে, যুদ্ধের দিনে সিংহনাদ হবে, ঘূর্ণিবাতাস দিনে প্রচণ্ড ঝটিকা হবে;


অতএব আমি তৈমনের উপরে আগুন নিক্ষেপ করবো, তা বস্রার অট্টালিকাগুলো গ্রাস করবে।


অতএব আমি টায়ারের প্রাচীরে আগুন নিক্ষেপ করবো, তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।


অতএব আমি গাজার প্রাচীরে আগুন নিক্ষেপ করবো, তা তার অট্টালিকাগুলো গ্রাস করবে।


অতএব আমি হসায়েল-কুলে আগুন নিক্ষেপ করবো, তা বিন্‌হদদের অট্টালিকাগুলো গ্রাস করবে।


অতএব প্রভু, বাহিনীগণের মাবুদ, তার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করবেন ও তার প্রতাপের নিচে জলন্ত শিখার মত আগুন জ্বলবে।


কিন্তু তা যদি না হয়, তবে আবিমালেক থেকে আগুন বের হয়ে শিখিমের গৃহস্থদের ও মিল্লোর লোকদের গ্রাস করুক; আবার শিখিমের গৃহস্থদের কাছ থেকে ও মিল্লোর লোকদের থেকে আগুন বের হয়ে আবিমালেককে গ্রাস করুক।


আজ তুমি মোয়াবের সীমা অর্থাৎ আর্‌ পার হচ্ছো;


আর মাবুদ আমাকে বললেন, তুমি মোয়াবীয়দেরকে কষ্ট দিও না এবং যুদ্ধ দ্বারা তাদের সঙ্গে বিরোধ করো না; কারণ আমি অধিকার হিসেবে তাদের দেশের কোন অংশ তোমাকে দেব না; কেননা আমি লূতের বংশধরদেকে আর্‌ নগর অধিকার করতে দিয়েছি।


এজন্য কবিরা বলেন, তোমরা হিষ্‌বোনে এসো, সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;


আগুন তাদের যুবকদেরকে গ্রাস করলো, তাদের কন্যাদের পরিণয়-সঙ্গীত হল না।


হিষ্‌বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের আর্তনাদ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সেজন্য মোয়াবের যোদ্ধারা আর্তনাদ করছে; তার প্রাণ তার মধ্যে কাঁপছে।


যদিও মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে নিজেকে ক্লান্ত করে ও মুনাজাত করার জন্য নিজের পবিত্র স্থানে প্রবেশ করে, তবুও সে কৃতকার্য হবে না।


কাঁটাগাছ সেই গাছগুলোকে বললো, তোমরা যদি তোমাদের উপরে বাস্তবিক আমাকে বাদশাহ্‌ বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ায় আশ্রয় নাও; যদি না নাও, তবে এই কাঁটাগাছ থেকে আগুন বের হয়ে লেবাননের এরস গাছগুলোকে গ্রাস করুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন