Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 2:29 - কিতাবুল মোকাদ্দস

29 নপ্তালি-বংশও সেখানে থাকবে এবং ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-বংশের লোকদের নেতা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

29 তারপরে অবস্থান হবে নপ্তালি গোষ্ঠীর। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি জনগোষ্ঠীর নেতা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 নপ্তালি বংশও তথায় থাকিবে, এবং ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 “নপ্তালির পরিবারগোষ্ঠী দানের গোষ্ঠীর ঠিক পরেই শিবির স্থাপন করবে। ঐননের পুত্র অহীরঃ হল নপ্তালির লোকদের নেতা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 নপ্তালি বংশ তার পাশে থাকবে। ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের নেতা হবে।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 2:29
9 ক্রস রেফারেন্স  

নপ্তালীর পক্ষে ঐননের পুত্র অহীরঃ।


ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-বংশের লোকদের বংশের সেনাপতি ছিলেন।


ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব ঐননের পুত্র অহীরের উপহার।


বারো দিনের দিন নপ্তালি-বংশের লোকদের নেতা ঐননের পুত্র অহীরঃ উপহার আনলেন।


তখন রাহেলা বললেন, আমি বোনের সঙ্গে আল্লাহ্‌ সম্বন্ধীয় মল্লযুদ্ধ করে জয়লাভ করলাম; আর তিনি তার নাম নপ্তালি (মল্লযুদ্ধ) রাখলেন।


তার সৈন্য, তাদের গণনা-করা লোক একচল্লিশ হাজার পাঁচ শত জন।


তার সৈন্য, তাদের গণনা-করা লোক তিপ্পান্ন হাজার চার শত জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন