Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 16:4 - কিতাবুল মোকাদ্দস

4 এই কথা শুনে মূসা উবুড় হয়ে পড়লেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 মোশি এই কথা শুনে ভূমিতে উপুড় হয়ে পড়লেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 ঐ কথা শুনে মোশি মাথা নত করে মাটিতে লুটিয়ে পড়লেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন মোশি তাহা শুনিয়া উবুড় হইয়া পড়িলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 মোশি এই কথা শুনে মাটিতে উপুড় হয়ে পড়ল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তখন মোশি তা শুনে উপুড় হয়ে পড়লেন।

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 16:4
7 ক্রস রেফারেন্স  

তাতে মূসা ও হারুন বনি-ইসরাইলদের মণ্ডলীর সমস্ত সমাজের সম্মুখে উবুড় হয়ে পড়লেন।


তখন মূসা ও হারুন সমাজের সম্মুখ থেকে জমায়েত-তাঁবুর দ্বারে গিয়ে উবুড় হয়ে পড়লেন; আর মাবুদের মহিমা তাঁদের দৃষ্টিগোচর হল।


তখন ইউসা ও ইসরাইলের প্রাচীনবর্গরা নিজ নিজ কাপড় ছিঁড়ে মাবুদের সিন্দুকের সম্মুখে অধোমুখ হয়ে সন্ধ্যা পর্র্যন্ত ভূমিতে পড়ে রইলেন এবং নিজ নিজ মাথায় ধুলা ছড়ালেন।


তোমরা এই মণ্ডলীর মধ্য থেকে সরে যাও, আমি এক নিমিষে এদেরকে সংহার করবো।


আর তিনি কারুন ও তার দলের সকলকে বললেন, কে মাবুদের লোক ও কে পবিত্র, কাকে তিনি নিজের সান্নিধ্যে আসতে দেবেন, তা মাবুদ খুব ভোরে জানাবেন। তিনি যাকে মনোনীত করবেন, শুধু সে-ই তাঁর কাছে যাবে।


তাঁরা উবুড় হয়ে পড়ে বললেন, হে আল্লাহ্‌, হে সর্বজীবের আল্লাহ্‌, এক জন গুনাহ্‌ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে ক্রুদ্ধ হবে?


তারা যখন আঘাত করছিল, আর আমি অবশিষ্ট রইলাম, তখন উবুড় হয়ে কেঁদে কেঁদে বললাম, আহা, সার্বভৌম মাবুদ! তুমি জেরুশালেমের উপরে তোমার গজব ঢেলে দেবার সময়ে কি ইসরাইলের সমস্ত অবশিষ্টাংশকে নষ্ট করবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন