গণনা পুস্তক 1:49 - কিতাবুল মোকাদ্দস49 তুমি কেবল লেবি বংশের গণনা করো না এবং বনি-ইসরাইলদের মধ্যে তাদের সংখ্যা গ্রহণ করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ49 “তুমি অবশ্যই লেবির গোষ্ঠীকে গণনা করবে না অথবা অন্যান্য ইস্রায়েলীদের সঙ্গে তাদের সংখ্যা যুক্ত করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 তুমি যখন যুদ্ধে সক্ষম ইসরায়েলীদের সংখ্যা গণনা করবে, তখন তাদের সঙ্গে লেবির বংশধরদের গণনা করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 তুমি কেবল লেবি বংশের গণনা করিও না, এবং ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহাদের সংখ্যা গ্রহণ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 “লেবির পরিবারগোষ্ঠীর লোকদের গণনা করবে না অথবা ইস্রায়েলের অন্যান্য লোকদের তালিকার অন্তর্ভুক্ত করবে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 “তুমি শুধু লেবি বংশের গণনা কোরো না এবং ইস্রায়েল সন্তানদের মধ্যে তাদের সংখ্যা গ্রহণ কোরো না। অধ্যায় দেখুন |