উপ 9:4 - কিতাবুল মোকাদ্দস4 কারণ কে অব্যাহতি পায়? সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহের চেয়ে বরং জীবিত কুকুর ভাল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 জীবিত লোকদের আশা আছে—এমনকি, মরা সিংহের চেয়ে জীবিত কুকুরও ভালো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 জীবিত মানুষ মাত্রেই প্রত্যাশা থাকে, ‘মৃত সিংহের চেয়ে জীবন্ত কুক্কুর ভাগ্যবান।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যে এখনও বেঁচে আছে সে যেই হোক্ না কেন তার জন্য আশা আছে। এই প্রবাদটি সত্যি যে: জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 কারণ তখনও কারোর জন্য আশা থাকে যে জীবিত, ঠিক যেমন মরা সিংহের থেকে জীবিত কুকুর ভাল। অধ্যায় দেখুন |