Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 7:1 - কিতাবুল মোকাদ্দস

1 উৎকৃষ্ট সুগন্ধি তেলের চেয়ে সুখ্যাতি ভাল এবং জন্মদিনের চেয়ে মরণদিন ভাল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 ভালো সুগন্ধির চেয়ে সুনাম ভালো, জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন ভালো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সুগন্ধী আতরের চেয়ে সুনাম ভাল, জন্মদিনের চেয়ে ভাল মৃত্যুদিন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 উৎকৃষ্ট তৈল অপেক্ষা সুখ্যাতি ভাল, এবং জন্মদিন অপেক্ষা মরণদিন ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ভাল সুগন্ধের চেয়ে সুনাম শ্রেয়। একজন মানুষের যে দিন জন্ম হয় সেই দিনের থেকে তার মৃত্যুদিন ভাল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 দামী তেলের থেকে সুনাম ভাল এবং জন্ম দিনের র থেকে মৃত্যু দিন ভাল।

অধ্যায় দেখুন কপি




উপ 7:1
23 ক্রস রেফারেন্স  

পরে আমি বেহেশত থেকে এই বাণী শুনলাম, তুমি লেখ, ধন্য সেই মৃতেরা যারা এখন থেকে প্রভুতে মৃত্যুবরণ করে, হ্যাঁ, পাক-রূহ্‌ বলছেন, তারা নিজ নিজ পরিশ্রম থেকে বিশ্রাম পাবে; কারণ তাদের কাজগুলো তাদের সঙ্গে সঙ্গে চলে।


প্রচুর ধনের চেয়ে সুখ্যাতি বেছে নেওয়া ভাল; রূপা ও সোনার চেয়ে প্রসন্নতা ভাল।


অতএব যারা এখনও জীবিত আছে, তাদের চেয়ে, যারা ইতোপূর্বে মারা গেছে, আমি তাদের প্রশংসা করলাম।


আমরা সাহস করছি এবং দেহ থেকে দূরে প্রবাস ও প্রভুর কাছে বাস করাকে অধিক বাঞ্ছনীয় জ্ঞান করছি।


কারণ আমরা জানি, যদি আমাদের এই তাঁবুর মত দুনিয়াবী গৃহ ভেঙ্গে যায়, তবে আল্লাহ্‌দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই গৃহ হস্তনির্মিত নয়, তা অনন্তকালস্থায়ী ও বেহেশতে অবস্থিত।


তোমার সুগন্ধি তেল সৌরভে উৎকৃষ্ট; তোমার নাম ঢেলে দেওয়া সুগন্ধি তেলের মত; এই জন্যই কুমারীরা তোমাকে মহব্বত করে।


মৃত মাছি দ্বারা বণিকের সুগন্ধি তেল দুর্গন্ধ হয় ও ফেনা ওঠে; প্রজ্ঞা ও সম্মানের চেয়ে যৎকিঞ্চিৎ অজ্ঞানতার ভার বোশ।


সুগন্ধি তেল ও ধূপ চিত্তকে আমোদিত করে, বন্ধুর আন্তরিক পরামর্শজনিত মিষ্টতাও তদ্রূপ।


তাদেরকে আমি আমার গৃহের মধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যার চেয়ে উত্তম স্থান ও নাম দেব; আমি তাদেরকে লোপহীন অনন্তকালস্থায়ী নাম দেব।


চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে, মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।


সেই স্থানে দুষ্টরা আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্ত লোকেরা বিশ্রাম পায়;


আর রাত্রি কালে ভোজের সময়ে— শয়তান তাঁকে ধরিয়ে দেবার সংকল্প শিমোনের পুত্র ঈষ্করিয়োতীয় এহুদার অন্তরে স্থাপন করলে পর,


তা মাথায় ঢেলে দেওয়া উৎকৃষ্ট তেলের মত, যা দাড়িতে, হারুনের দাড়িতে ঝরে পড়লো, তাঁর পোশাকের গলায় ঝরে পড়লো।


আর ঈমানের জন্যই এঁদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়েছিল, কিন্তু এঁরা প্রতিজ্ঞার ফল পান নি;


কারণ এই সম্বন্ধেই প্রাচীনদের পক্ষে সাক্ষ্য দেওয়া হয়েছিল।


তবুও রূহ্‌রা যে তোমাদের বশীভূত হয়, এতে আনন্দ করো না; কিন্তু তোমাদের নাম যে বেহেশতে লেখা আছে, এতেই আনন্দ কর।


তোমার মহব্বত কেমন মনোরম! অয়ি মম ভগিনি, মম বধূ! তোমার মহব্বত আঙ্গুর-রস থেকে কত উৎকৃষ্ট! তোমার তেলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্যের চেয়ে কত উৎকৃষ্ট!


কাজের আরম্ভ থেকে তার অন্ত ভাল এবং গর্বিত লোকের চেয়ে ধীর লোক ভাল।


অতএব এখন, হে মাবুদ, ফরিয়াদ করি, আমা থেকে আমার প্রাণ হরণ কর, কেননা আমার জীবনের চেয়ে মরণ ভাল।


তাতে রূৎ সকাল পর্যন্ত তাঁর চরণ-সমীপে শুয়ে রইলো, পরে কেউ তাকে চিনতে পারে, এমন সময় না হতেই উঠলো; কারণ বোয়স বললেন, খামারে এই এক জন স্ত্রীলোক যে এসেছে এই কথা লোকে যেন জানতে না পারে।


পাছে শ্রোতা তোমাকে তিরস্কার করে, আর তোমার অখ্যাতি না ঘোঁচে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন